টুকরো খবর
স্কুল পরিদর্শককে স্মারকলিপি, সভা
রাজ্যের বিভিন্ন স্কুলগুলিকে ‘গভর্নমেন্ট স্পনসর’ করার বিরুদ্ধে সরব হল অখিল বঙ্গ শিক্ষক সমিতি। মঙ্গলবার শিলিগুড়িতে ওই অভিযোগ তুলে তারা স্কুল পরিদর্শকের দফতরের সামনে পথসভা করেন। পরে স্কুল পরিদর্শককে স্মারকলিপি দেন। অভিযোগ, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিকে গভর্নমেন্ট স্পনসর করলে পরিচালন কমিটিতে অধিকাংশ প্রতিনিধি মনোনীত হবে। তাতে গণতান্ত্রিক অধিকার নষ্ট হবে। অন্য দিকে বিদ্যালয় পরিদর্শকের দফতর সূত্রে জানা গিয়েছে, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান প্রকল্পে স্কুলগুলিকে আর্থিক সহায়তা করার ক্ষেত্রে তাদের গভর্নমেন্ট স্পনসর হতে হবে। ওই দাবি ছাড়া অন্য সমস্যার বিষয় স্কুল পরিদর্শককে জানান তাঁরা। স্কুল পরিদর্শক সঞ্জীব কুমার ঘোষ বলেন, “শিক্ষক সংগঠনের ওই দাবির বিষয়গুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।” এ দিন স্কুল পরিদর্শকের দফতরের সামনে সভা করে সেখানে বক্তব্য রাখেন শিক্ষক নেতারা। এবিটিএ’র দার্জিলিং জেলা সম্পাদক তমাল চন্দ বলেন, “স্কুলগুলির বর্তমান পরিচালন ব্যবস্থা অপরিবর্তিত রেখেই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান প্রকল্পে আনতে হবে।”

বর্ষার শুরুতেই বেহাল সড়ক
বর্ষা শুরুতেই বেহাল পরিস্থিতি শিলিগুড়ি জলপাইগুড়ি সড়কের। প্রায় সম্পূর্ণ রাস্তাই খানাখন্দে ভরে গিয়েছে। রাস্তার জন্য গাড়ি খারাপ হয়ে প্রায়ই মাঝপথে আটকে পড়ছে বড় ট্রাকগুলির একাংশ। তার জেরেই জযানজটের সৃষ্টি হচ্ছে। সার দিয়ে দাঁড়িয়ে পড়ছে কয়েক শো গাড়ি। সোমবার রাত থেকে এই সড়ক পথে গাড়ির লম্বা লাইন শুরু হয়েছে। যানজট অব্যাহত ছিল মঙ্গলবার পর্যন্ত। সে কারণে ওই রুটের সমস্ত গাড়িরই ঘুরপথে যাতায়াত করছে। চাউলহাটি, তালমা বেলাকোবা হয়ে নিত্যযাত্রীদের নিয়ে ঘুরপথে যাচ্ছে বাসগুলি। ১ ঘন্টার রাস্তা যেতে সময় লাগছে ২ ঘন্টা। এ দিন জলপাইগুড়ি থেকে শুরু করে ফাটাপুকুর পর্যন্ত ছিল গাড়ির লম্বা সারি। অন্যদিকে ফুলবাড়ির কাছেও ছিল গাড়ির জট। ঘুরপথে যাতায়াত করায় অনেক গাড়িই এদিন সঠিক সময়ে যাতায়াত করতে পারেনি। তাতে সন্ধার পর অনেক বাস চলাচল করেনি। তাতে নাকাল হতে হয় নিত্যযাত্রীদের। ফি বছরই বর্ষায় ওইরাস্তায় এই সমস্যা নিয়ে সরব হয়েছেন দুই শহরের ব্যবসায়ী বাসিন্দাদের একাংশ।

অভাবকে হারিয়ে জিতল পবন
বাবা চা শ্রমিক। অভাব নিত্যসঙ্গী। এই আর্থিক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে উচ্চ মাধ্যমিকে ভাল রেজাল্ট করেছে কুমারগ্রামের রায়ডাক চা বাগানের বাসিন্দা পবন টপ্পো। পবনের প্রাপ্ত নম্বর ৪০৬। ভবিষ্যতে ইংরেজি নিয়ে পড়াশুনো করে শিক্ষকতা করতে চায় পবন। কিন্তু আর্থিক সমস্যায় জেরে সে আর কতদূর পড়াশুনো হবে তাই নিয়েই সংশয় দেখ দিয়েছে এই কৃতীর পরিবারে। শামুকতলার লোকনাথপুর হাই স্কুলে পড়েছে পবন। তার প্রাপ্ত নম্বর বাংলায় ৭০, ইংরেজি ৮৫, ইতিহাস ৮১, ভূগোল ৮৮ ও দর্শনে ৮২। পবনের মা মনাদেবী বলেন, “ছেলের ইংরেজি নিয়ে পড়ার খুব ইচ্ছা। উচ্চ শিক্ষার খরচ অনেক শুনেছি। সেই সঙ্গতি আমাদের নেই। কী করে পড়াব জানি না।”

ভোটের প্রচারে বাছাই নেতারা
আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ডুয়ার্সে প্রচার চালাতে বাছাই নেতাদের নিয়ে দল গড়ার কথা ঘোষণা করল গোর্খা জনমুক্তি মোর্চা। মোর্চা সূত্রের খবর, প্রথম পর্যায়ে দলের বাছাই নেতারা নানা এলাকায় মোর্চা সমর্থিত প্রার্থীর হয়ে প্রচার চালাবেন। দ্বিতীয় দফায় মোর্চা সভাপতি বিমল গুরুঙ্গ ডুয়ার্সে ভোটের প্রচারে যাবেন। মোর্চা আগেই ঘোষণা করেছে, ঝাড়খন্ড মুক্তি মোর্চা ও আদিবাসী বিকাশ পরিষদের জন বার্লা গোষ্ঠীর সঙ্গে জোট বেঁধে তারা পঞ্চায়েত ভোটে লড়বে। সাধারণ সম্পাদক রোশন গিরি বলেন, “ডুয়ার্সে পঞ্চায়েত নির্বাচনের প্রচারের জন্য একাধিক দল গড়া হয়েছে। দলের সভাপতিও সেখানে প্রচারে যাবেন।”

দল বদলে তৃণমূলে
পঞ্চায়েত নির্বাচনের মুখে আরএসপি ও সিপিএমের-শক্ত ঘাটি মাদারিহাটে বড় ধস নামাল তৃণমূল। মঙ্গলবার মাদারিহাটে তৃণমূল পার্টি অফিসের সামনে এক কর্মী সভায় আরএসপি-র ৩ বারের প্রাক্তন পঞ্চায়েত প্রধান-সহ সিপিএমের পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্যের নেতৃত্বে দুই দলের দেড় হাজার কর্মী সমর্থক তৃণমূলে যান। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন।

দুর্ঘটনায় মৃত্যু
বাসের ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর। জখম এক মহিলা-সহ আরও দু’জন। মঙ্গলবার বিকালে এনজেপি ফাঁড়ির শিলিগুড়ির কাছে জটিয়াখালির জিয়াগঞ্জে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃত যুবকের নাম হজরত আলি (২৪)। বাড়ি সন্নাসীকাটার বড়ুয়াগঞ্জে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.