তালিকায় দেবাশিস, গর্ব আলিপুরদুয়ারে
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
উচ্চ মাধ্যমিকে রাজ্যে মেধা তালিকায় সম্ভাব্য নবম আলিপুরদুয়ার জংশনের দেবাশিস নন্দী। ইঞ্জিনিয়ার হতে চান তিনি। আলিপুরদুয়ার জিতপুর হাই স্কুলের ওই ছাত্রেঁর প্রাপ্ত নম্বর ৪৬৪। দেবাশিসের বাবা দেবব্রতবাবু জানান, তাঁর ছেলে দিনে ১৪-১৫ ঘণ্টা পড়ত। উচ্চ মাধ্যমিকে রাজ্যের দশের মধ্যে থাকবে বলে আত্মবিশ্বাসী ছিল ও। তিনি বলেন, “আমি রেলের সুরক্ষা বলে হেড কন্সটেবল। ছেলের ইচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়বে। যদি সরকারি কলেজে সুযোগ পায় ভাল, না হলে বেসরকারি কলেজে পড়াতে হবে।” ছেলের ফলে গর্বিত মা শিউলি দেবী। আলিপুরদুয়ার জংশন শিববাড়ি চেচাখাতার বাসিন্দা দেবাশিস স্বভাবে কিছুটা লাজুক। তিনি আইআইটির প্রবেশিকাও দিয়েছেন। দেবাশিসের মোট প্রাপ্ত নম্বর ৪৬৪। বাংলায় ৯০, ইংরেজিতে ৮৭, পদার্থ বিজ্ঞানে ৯৬, রসায়নে ৯১, অঙ্কে ৯৭ জীববিদ্যায় ৯৪ (অতিরিক্ত)। তবে দেবাশিস মনে করেন, ঘড়ি ধরে পড়ার কোনও মানে হয় না। তাঁর কথায়, “আমার যখন মন চাইত পড়তে বসতাম। পাশাপাশি টিভিতে ব্যাডমিন্টন ও ক্রিকেট খেলা দেখতাম। আইপিএলে স্পট ফিক্সিং কাণ্ডে খুব খারাপ লেগেছে।”
|
ভোটের জন্য বদলাতে পারে ভর্তির তারিখও |
আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জেরে পরীক্ষার দিন বদলানোর কথা আগেই ঘোষণা করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। এ বার ওই ভোটের প্রভাব কলেজে ভর্তির উপরেও পড়বে বলে আশঙ্কা করছেন সেখানকার কর্তারা। সে-ক্ষেত্রে ভর্তির তারিখও বদলানো হতে পারে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী ২৫ জুনের মধ্যে কলেজগুলির মেধা-তালিকা প্রকাশ এবং ২৮ জুন ভর্তি শুরু হওয়ার কথা। পঞ্চায়েতের প্রথম দফার নির্বাচন হওয়ার কথা ২ জুলাই। ওই দিন হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় নির্বাচন। ওই দুই জেলায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজ আছে। নির্বাচনের বেশ কিছু দিন আগে থেকেই কলেজগুলিকে এই কাজে ব্যবহার করা হয়। বিশ্ববিদ্যালয়ের আশঙ্কা, ২৮ জুনের আগেই কলেজগুলিকে নির্বাচনের জন্য নিয়ে নেওয়া হবে। তখন ভর্তির কাজ চালানো সম্ভব নয়। বিশ্ববিদ্যালয়ের এক কর্তা মঙ্গলবার বলেন, “নির্বাচনের কাজে কলেজ ভবন কবে থেকে নেওয়া হবে, সেটা জানা জরুরি। এই তথ্য পাওয়ার পরে প্রয়োজন হলে ভর্তির দিন বদলানো হতে পারে।”
|
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনকে ঘিরে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থের মামলা দায়ের করেছে রোগীর অধিকার নিয়ে কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের দাবি, যে-হেতু কাউন্সিল এত দিন অ্যাড-হক কমিটির নিয়ন্ত্রণে চলছিল, তাই একটি নিরপেক্ষ কমিশনের নেতৃত্বে নির্বাচন হওয়া উচিত। গোপন ব্যালটের মাধ্যমে যাতে নির্বাচন প্রক্রিয়া চলে, আদালতে সেই আবেদনও জানিয়েছে ওই সংগঠন। তাদের বক্তব্য, ব্যালটে উল্লিখিত ক্রমিক সংখ্যা দেখে চিকিৎসকদের চিহ্নিত করে ফেলা সম্ভব। সে-ক্ষেত্রে শাসক দলের প্রার্থীদের বিপক্ষে কেউ ভোট দেওয়ার সাহস পাবেন না। গোপন ব্যালটে এই সমস্যা এড়ানো সম্ভব।
|
তৃণমূল বিধায়ক শিখা মিত্রের দায়ের করা মানহানির মামলায় শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ১৭ জুলাই ব্যাঙ্কশাল আদালতে হাজির হতে হবে। মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতের বিচারক এই নির্দেশ দিয়েছেন। শিখাদেবীর অভিযোগ, সাংবাদিক বৈঠকে পার্থবাবু তাঁর মানহানি করেছেন। পরে তিনি শিল্পমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেন। পার্থবাবুর আইনজীবী অনিন্দ্য রাউত বলেন, “আদালত পার্থবাবুকে হাজির হতে বলে সমন জারি করেছে।”
|