সন্তোষপুর লেভেল ক্রসিংয়ে ট্রেন দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে তিন জন যুবক এবং এক জন বৃদ্ধা। গুরুতর আহত হয়েছেন এক যুবক। দুর্ঘটনার জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় কিছু ক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকে।
পুলিশ জানায়, সন্তোষপুর ও ব্রেস ব্রিজের মাঝখানের লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা ঘটে মঙ্গলবার রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে। ঘটনাস্থলেই প্রাণ হারান চার জন। শিয়ালদহের এসআরপি কন্ট্রোল জানায়, প্রাথমিক তদন্তের পরে পুলিশের বক্তব্য, পাঁচ যুবক রেললাইনে বসে গল্প করছিলেন। সেই সময় একই সঙ্গে আপ ও ডাউন লাইনে দু’টি ট্রেন চলে আসে। ট্রেনের ধাক্কায় চার জন ছিটকে যান। এক জন রক্ষা পান। একটি ট্রেন থেকে ছিটকে পড়েন এক বৃদ্ধাও। পাঁচ জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ২০ থেকে ২৫ বছরের তিন যুবক এবং ওই বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করা হয়। চিকিৎসাধীন এক যুবকের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশি সূত্রের খবর, পাঁচ যুবকের মধ্যে এক জন বেঁচে যান। তাঁকে জিজ্ঞাসাবাদ করে দুর্ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচ যুবক রেললাইন ধরে হাঁটছিলেন। তাঁদের মধ্যে দু’জনের কানে হেডফোন ছিল। আচমকা জোড়া ট্রেন এসে পড়ায় এক জন ছাড়া অন্যেরা সরে যাওয়ার সময় পাননি। চার জনকে ধাক্কা মারে ট্রেন। প্রায় একই সময়ে একটি ট্রেন থেকে ছিটকে নীচে পড়ে যান এক বৃদ্ধা। এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। রেল পুলিশ দেহগুলি সরানোর পরে ফের ট্রেন চলাচল শুরু হয়।
এ দিনই সন্ধ্যায় দমদম স্টেশনে অন্য একটি দুর্ঘটনায় এক রেলকর্মী আহত হন। রেল সূত্রের খবর, আহতের নাম মিঠাই লাল। তিনি সিগন্যাল রক্ষণাবেক্ষণ করেন। সন্ধ্যায় আপ গেদে লোকাল দমদমে
ঢোকার মুখে তাঁকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় তাঁকে বি আর সিংহ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। |