টুকরো খবর
লগ্নি সংস্থার এজেন্ট আত্মঘাতী
ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন অর্থলগ্নি সংস্থার এক এজেন্ট। মৃতের নাম গণেশ রুদ্র (৪০)। বাড়ি বহরমপুরের কৃষ্ণমাটিতে। বহরমপুর জিআরপি থানার ওসি সমীর ঘোষ বলেন, “ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন ওই ব্যক্তি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে।” মঙ্গলবার বিকেলে সারগাছি স্টেশনের কাছে কলকাতা-শিয়ালদহ মেমু ট্রেনের সামনে ঝাঁপ দেন ওই ব্যক্তি। খবর পেয়ে বহরমপুর জিআরপি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ জানায়, ‘প্রয়াগ’ অর্থলগ্নি সংস্থার এজেন্ট হিসেবে ওই ব্যক্তি গত ৫ বছর ধরে কাজ করছেন। এ দিনও ওই সংস্থার ভাকুড়ির অফিসে তিনি গিয়েছিলেন। সেই সময়ে বেলডাঙার দু’জন আমানতকারী বাড়িতে এসে টাকা ফিরিয়ে দেওয়ার হুমকি দিয়ে যায়। এমনকী টাকা না দিলে গণেশকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুনেরও হুমকি দেয় তারা। গণেশের দাদা শ্রীকান্ত রুদ্র বলেন, “ভাই বিকেল ৪টে নাগাদ বাড়িতে ফোন করে কেউ এসেছিল কি না জানতে চায়। বেলডাঙার দু’জন টাকা নেওয়ার জন্য এসেছিল বলে তাকে জানানো হয়। তারা বাড়িতে এসে কি বলেছে, তাও জানতে চায়। তাকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে বলি। এর কিছুক্ষণ পরে ভাইয়ের মৃত্যুর খবর আসে বাড়িতে।”

ভোটের আগে সন্ত্রাসের অভিযোগ
পঞ্চায়েতে মনোনয়ন পত্র দাখিল শুরু হতেই সন্ত্রাস সৃষ্টির অভিযোগ তুলল তৃণমূল-সিপিএম দুই পক্ষই। গিরিয়া ও সেকেন্দ্রা-এই দুই পঞ্চায়েতে ২৮টি আসন রয়েছে গ্রাম পঞ্চায়েত স্তরে। তৃণমূলের রাজ্য কমিটির সদস্য শেখ ফুরকানের অভিযোগ, “দলীয় সমর্থক ও সম্ভাব্য প্রার্থীদের হুমকি দিচ্ছে কংগ্রেস সমর্থকরা। এই অবস্থা চললে পঞ্চায়েতে তৃণমূল সমর্থকরা আক্রান্ত হবেন।” একইভাবে অভিযোগ জানিয়ে সিপিএমের জেলা কমিটির সদস্য সোমনাথ সিংহরায় বলেন, ‘‘প্রার্থী হতে চায় এমন প্রার্থীদের বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে কংগ্রেস কর্মীরা।” দুই দলই পুলিশে অভিযোগ জানিয়েছে। মঙ্গলবার জঙ্গিপুরের এসডিপিও ওয়াংডেন ভুটিয়ার নেতৃত্বে বিশাল সশস্ত্র পুলিশ বাহিনী এলাকা ঘুরে দেখে। পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “গিরিয়া ও সেকেন্দ্রায় কড়া পুলিশ ব্যবস্থা নেওয়া হবে।”

বর্ষায় ভোটে প্রস্তুত নদিয়া
ভোটের দিন বা তার আগে অতি বৃষ্টি-বন্যার মতো পরিস্থিতির মোকাবিলার জন্য বেশ কয়েকটি পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে নদিয়া জেলা প্রশাসন। জানা গিয়েছে, জেলায় ১৩০টি ভোট কেন্দ্র নির্দিষ্ট করা হয়েছে, জল জমলে যেগুলিকে স্থানান্তরিত করা হতে পারে। সঙ্গে চিহ্নিত করা হয়েছে ২৭৬টি রাস্তাকেও। ভোটকর্মীরা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে পৌঁছাতে পারেন সে জন্য ব্যবস্থা করা হবে গরুর গাড়ি, নৌকা এবং ১৫০টির মতো ট্রাক্টরের। লোডশেডিং হলে বিকল্প হিসাবে থাকবে পেট্রোল ও গ্যাসের লাইট। বৃষ্টি পড়লেও যাতে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের অসুবিধা না হয় সেজন্য ভোট কেন্দ্রের সামনে থাকবে তার্পোলিনের ছাউনি। জেলার ৩৭৭৪টি বুথের মধ্যে ১৫৪৬টি বুথকে অতি স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়েছে। জেলাশাসক বি পি সালিম বলেন, “বৃষ্টির মরসুমে নির্বিঘ্নে ভোট গ্রহণের জন্য সব রকমভাবে প্রস্তুত।”

তড়িদাহত হয়ে মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুন্দরী বায়েন (২৮) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। বাড়ি কান্দির যশহরি গ্রামে। মঙ্গলবার সকালে গোয়ালঘরের টিনের ছাউনিতে বিদ্যুৎ সংযোগ হয়ে যায়। সেই সময় তিনি গোয়ালে গিয়েছিলেন। ছাউনিতে হাত পড়লে তিনি তড়িদাহত হন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.