সংস্কৃতি যেখানে যেমন

মঞ্চের দাবিতে
কান্দি শহরে বিজ্ঞান সম্মত মঞ্চের দাবিতে মঙ্গলবার শহরের ‘সাংস্কৃতিক সমন্বয় কমিটি’র উদ্যোগে বিশ্রামতলায় অবস্থান বিক্ষোভ হয়। ‘সাংস্কৃতিক সমন্বয় কমিটি’র সম্পাদক অপরেশ চট্টোপাধ্যায় বলেন, “সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করার মতো যথোপযুক্ত কোনও মঞ্চ নেই মহকুমা শহরে। সংশ্লিষ্ট সরকারি স্তরে বহু বার আবেদন করেও কোন লাভ হয়নি। তাই পথেই নামতে হয়েছে আমাদেরকে।”

আবৃত্তি উৎসব
গত রবিবার ও শনিবার দু’দিন ধরে ‘মুশিদাবাদ জেলা আবৃত্তি সংসদ’-এর ৩৭ তম আবৃত্তি উৎসব অনুষ্ঠিত হল খাগড়া পৌর প্রাথমিক বিদ্যালয়ে। সংস্থার ৫৫ জন শিশু-কিশোর ও তাদের ৩৫ জন অভিভাবিকা আবৃত্তি করেন। শ্রুতিনাটক পরিবেশন করেন শিল্পী চন্দন দাশগুপ্ত।

নজরুল স্মরণ
গত ২৬ মে নদিয়ার তথ্য ও সাংস্কৃতিক দফতর এবং সাংস্কৃতিক সংস্থা ‘সুজন-বাসর’-এর উদ্যোগে কাজি নজরুল ইসলামের ১১৫তম জন্মজয়ন্তী পালন করা হয়। কবির একদা বাসভবন ‘গ্রেস কটেজ’-এ অনুষ্ঠানটি হয়। বর্তমানে বিদ্যুত দফতরের অধীনে থাকা জরাজীর্ণ ওই ভবনটি ‘হেরিটেজ ভবন’ বলে ঘোষণা করেছে রাজ্য হেরিটেজ কমিশন।

স্মরণ অনুষ্ঠান
সমবায় আন্দোলনের বিশিষ্ট গবেষক ও লেখক প্রয়াত অসীম রায়ের স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল নদিয়ার ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপরেটিভ ব্যাঙ্কের সভাগৃহে। ব্যাঙ্কের একটি ঘর অসীম রায়ের নামে নামকরণের প্রস্তাব গৃহীত হয় গত ২৪ মে। সমবায় আন্দোলন সংক্রান্ত তাঁর লেখা বই ও পাণ্ডুলিপি ওই কক্ষে সংরক্ষণের প্রস্তাবও গৃহীত হয়। গত ৫ মে নবদ্বীপে তিনি প্রয়াত হন।

সাহিত্য পাঠ
গত ২৬ মে ‘মুর্শিদাবাদ জেলা কবিতা আকাদেমি’র ১৩৬তম মাসিক সাহিত্যপাঠের আসর নজরুল জন্মোৎসব হিসাবে পালন করা হয়। প্রায় ৫০ জন কবি সাহিত্যিক নজরুলের কবিতা পাঠ ও সংগীত পরিবেশন করেন। বহরমপুর শহরের রবীন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয় ভবনের ওই অনুষ্ঠানে কবির জীবন ও সাহিত্যকর্ম নিয়েও আলোচনা হয়।

চিত্র প্রদর্শনী
করিমপুরের ‘চিত্রণ আর্ট গ্যালারি’র উদ্যোগে গত ২৬-২৭ মে দু’ দিন ধরে অনুষ্ঠিত হল ছবি প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় জগন্নাথ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠানটি হয়। আয়োজক সংস্থার সদস্য-সদস্যাদের আঁকা ছবির সংখ্যাই ছিল বেশি। স্থানীয় শিল্পীরা সেখানে নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করেন।

পত্রিকা প্রকাশ
গত ২৮ মে বিকালে বহরমপুর রবীন্দ্রসদন প্রাঙ্গণে রবীন্দ্রমূর্তির নীচে প্রকাশিত হল নত ুন সাহিত্য পত্রিকা ‘ফসিল’। জৈদুল শেখ সম্পাদিত এই পত্রিকার জন্ম সংখ্যাটি ‘নজরুল সংখ্যা’ হিসাবে আত্মপ্রকাশ করে। পত্রিকাটির প্রকাশ স্থান কান্দির লক্ষ্মীনারায়ণপুর গ্রাম।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.