জামবনিতে বৃদ্ধা খুন, গ্রেফতার পড়শি যুবক |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
বচসার জেরে পড়শি বৃদ্ধাকে কাটারির কোপ মেরে খুন করার অভিযোগ উঠল বছর কুড়ির এক তরুণের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরের জামবনি থানার বেলিয়া গ্রামের ঘটনা। মৃতের নাম মেনকা পাল (৭৩)। মেনকাদেবীর ছেলে অসিত পালের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রশান্ত পাল ওরফে ছোটলুলুকে সোমবার রাতেই গ্রেফতার করে পুলিশ। ধৃত ছোটলুলুকে মঙ্গলবার ঝাড়গ্রাম এসিজেএম আদালতে তোলা হলে ১৪ দিন জেল হাজতের নির্দেশ হয়। |
|
প্রশান্ত পাল। —নিজস্ব চিত্র। |
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বিধবা মেনকাদেবী জামবনির বেলিয়া গ্রামের বাড়িতে একাই থাকতেন। তাঁর ছেলে অসিতবাবু পেশায় রাজমিস্ত্রি। অসিতবাবু ঝাড়গ্রামে থাকেন। মেনকাদেবী পঞ্চায়েত থেকে বার্ধক্য ভাতা পেতেন। মেনকাদেবীর সঙ্গে প্রতিবেশী বরুণ পালের বাস্তুজমির সীমানা সংক্রান্ত বিবাদ ছিল। বরুণবাবুর ছেলে প্রশান্ত ওরফে ছোটলুলু প্রায়ই মেনকাদেবীকে উত্যক্ত করতেন, টাকা-পয়সা চুরি করতেন বলে অভিযোগ। সোমবার সন্ধ্যায় মেনকাদেবীর সঙ্গে ছোটলুলুর বচসা শুরু হয়। রাগের মাথায় ছোটলুলু কাটারি নিয়ে ছুটে গিয়ে মেনকাদেবীকে কোপাতে থাকেন বলে অভিযোগ। মেনকাদেবীর বাম কানটি কাটা যায়। মাথায় গুরুতর আঘাত লাগে। তাঁর ডান হাতটিও ক্ষতবিক্ষত হয়। ঘটনাস্থলেই মেনকাদেবীর মৃত্যু হয়। ছোটলুলু ছুটে পালানোর চেষ্টা করলে স্থানীয় যুবক সমীর দাস-সহ কয়েকজন তাঁকে ধরে ফেলেন। ছোটলুলুর কাটারির কোপে সমীরবাবু জখম হন। তাঁকে চিল্কিগড় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। |
|