তৃণমূলের ঘেরাও-বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
পূর্বঘোষণা অনুযায়ী মঙ্গলবার হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ-জমায়েত করল তৃণমূল। এ দিন মঞ্জুশ্রী মোড় থেকে প্রিয়ংবদা পর্যন্ত মিছিল করে অতিরিক্ত পুলিশ সুপারের অফিসের সামনে একটি পথসভা করে তারা।
গত ৩১ মে হলদিয়া পুরসভার উন্নয়নমূলক বৈঠক নির্বিঘ্ন করতে গিয়ে শাসকদলের রোষের মুখে পড়ে পুলিশ। |
|
অতিরিক্ত পুলিশ সুপারের দফতরের সামনে তৃণমূলের জমায়েত। ছবি: আরিফ ইকবাল খান। |
জোনাল কার্যালয়ে আটকে থাকা বাম কাউন্সিরদের উদ্ধার করতে গিয়ে তৃণমূলের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার অমিতাভ মাইতি ও মহকুমা পুলিশ আধিকারিক চন্দন ঘোষের বিরুদ্ধে দলের মহিলা নেত্রীর শ্লীলতাহানি ও লাঠি চালানোর অভিযোগ তুলে শাস্তির দাবিতে পোস্টার সাঁটে শহর তৃণমূল। তারপরেই এ দিন বিকেলে অতিরিক্ত পুলিশ সুপারের অফিসের সামনে প্রায় কয়েকশো তৃণমূল কর্মী-সমর্থক মিছিল করে জমায়েত করেন। পুরসভার বিরোধী দলনেতা দেবপ্রসাদ মণ্ডল বলেন, “সিপিএমের দুষ্কৃতীদের প্রশ্রয় দিতেই অমিতাভ মাইতি ও চন্দন ঘোষ অশালীন আচরণ করেছেন। তাঁদের এক মিনিটও হলদিয়ায় থাকার অধিকার নেই। আমরা ওই দুই আধিকারিকের অপসারণ ও পদত্যাগের দাবি জানাচ্ছি।” যদিও অতিরিক্ত পুলিশ সুপার অমিতাভ মাইতি বলেন, “আদালতের নির্দেশ মেনে পুরসভার বোর্ড মিটিং শান্তিপূর্ণ রাখতে সিপিএম কাউন্সিলরদের পুরসভায় আনা হয়েছিল। লাঠি চালানো বা শ্লীলতাহানির অভিযোগ মিথ্যে।” |
|