ক্রিকেটে ম্যাচ গড়াপেটার কালো মেঘ পদ্মাপাড়ের দেশেও।
বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আশরাফুলকে গড়াপেটার অভিযোগে সাসপেন্ড করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুটি ম্যাচ গড়াপেটার অভিযোগ রয়েছে আশরাফুলের বিরুদ্ধে।
আইসিসি-র দুর্নীতি দমন ও সুরক্ষা ইউনিট বিপিএলে ম্যাচ গড়াপেটার তদন্ত শুরু করে দিয়েছিল আগেই। তাঁদের চুড়ান্ত রিপোর্ট জমা না পড়া পর্যন্ত সমস্ত রকম ক্রিকেট থেকে আশরাফুলকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বোর্ড।
‘ভুল করেছি, ক্ষমা চাইছি’ |
“আইসিসির তদন্তকারী দলের কাছে ম্যাচ গড়াপেটা করার কথা স্বীকার করেছে আশরাফুল। যত দিন না এই বিষয়ে আইসিসি-র গোটা রিপোর্ট জমা পড়ছে আশরাফুলকে কোনও পর্যায়ের ক্রিকেট খেলতে দেওয়া হবে না,” এ দিন বলেছেন বাংলাদেশ বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান। শুধু সাসপেন্ড থেকেই কি পার পেয়ে যাবেন বাংলাদেশের তারকা ব্যাটসম্যান? বিসিবি প্রেসিডেন্ট বলেন, “আশরাফুলকে সাসপেন্ড করাটা শাস্তির মধ্যে পড়ছে না। এটা সাময়িক ব্যবস্থা। আইসিসির তদন্তকারী দলের রিপোর্ট হাতে পেলে আমরা আশরাফুলকে দৃষ্টান্তমূলক শাস্তি দেব। না হলে বাংলাদেশের ক্রিকেট শেষ হয়ে যাবে।”
দ্বিতীয় বাংলাদেশ প্রিমিয়ার লিগে ২ ফেব্রুয়ারি চট্টগ্রাম কিংসের বিরুদ্ধে ম্যাচ হারিয়ে দেওয়ার জন্য ঢাকা গ্ল্যাডিয়েটর্স ব্যাটসম্যান আশরাফুল ১০ লক্ষ টাকা নেন বলে অভিযোগ। যদিও সেই চেক নাকি বাউন্স করে। ১০ দিন পরে বরিশাল বার্নার্স-এর বিরুদ্ধে ম্যাচেও আবার গড়াপেটা করেন আশরাফুল বলে অভিযোগ। সেই ম্যাচও আশরাফুলের দল ঢাকা গ্ল্যাডিয়েটর্স সাত উইকেটে হারে। বাংলাদেশ বোর্ডের দাবি, সব অভিযোগ স্বীকার করে নিয়েছেন আশরাফুল।
বাংলাদেশের এক টিভি চ্যানেলকে আশরাফুলও বলেছেন, “দেশের সঙ্গে এমন অবিচার করা আমার উচিত হয়নি। খুব খারাপ লাগছে। এটুকুই বলতে পারি, আমাকে ক্ষমা করে দিন। ভুল করেছি বুঝতে পেরেই আইসিসির তদন্তকারী দলকে সত্যিটা বলেছি। আমাদের ক্রিকেটকে বাঁচাতে আইসিসির সঙ্গে সব রকম সহযোগিতা করেছি। বারো বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। সবাই আমায় চেনে। একটাও মিথ্যে কথা বলিনি তদন্তকারী দলকে।”
এখন দেখার আইসিসি-র তদন্তকারী সংস্থার (এসিএসইউ) রিপোর্ট হাতে পাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড কতটা কঠিন শাস্তি দেয় দেশের অন্যতম নামী ক্রিকেট তারকাকে। |