রটারডামে হকি ওয়ার্ল্ড লিগের সেমিফাইনাল রাউন্ডে প্রথম তিন দলের মধ্যে থেকে ২০১৪ বিশ্বকাপ হকিতে খেলার যোগ্যতা পেতে মরিয়া সরদারা সিংহরা। লন্ডন অলিম্পিকের যোগ্যতা-অর্জন পর্বে দিল্লির লিগে ভারতীয় দলের সেরা প্লেয়ার হওয়া সত্ত্বেও অলিম্পিকের পরই দল থেকে ছিটকে যাওয়া ড্র্যাগ-ফ্লিকার সন্দীপ সিংহ জাতীয় দলে ফিরে আসার পর জায়গাটা ধরে রাখতে আসন্ন টুর্নামেন্টে নিজের সেরাটা দিতে বদ্ধপরিকর।
১৩-২৩ জুন অনুষ্ঠেয় হকি ওর্য়াল্ড লিগের সেমিফাইনাল রাউন্ড খেলতে মঙ্গলবার রাতেই নেদারল্যান্ডস উড়ে গেল ভারত। ‘বি’ গ্রুপে ভারতের সঙ্গে রয়েছে নিউজিল্যান্ড, আয়ার্ল্যান্ড ও উদ্যোক্তা নেদারল্যান্ডস। ‘এ’ গ্রুপে অস্ট্রেলিয়া, স্পেন, বেলজিয়াম, ফ্রান্স। আট দলের টুর্নামেন্টের প্রথম তিন দল ২০১৪ বিশ্বকাপের যোগ্যতা পাবে।
সদ্য সরদারা সিংহরা নেদারল্যান্ডস সফরে গিয়ে তিনটি ম্যাচ খেলেছেন হল্যান্ডের চ্যাম্পিয়ন ক্লাব ও জাতীয় দলের বিরুদ্ধে। ভারত জিতেছে একটি ম্যাচ, বাকি দুটি ড্র। তাই আসন্ন লিগে ভারতীয় দলের মনোবল তুঙ্গে রয়েছে বলে দাবি করছেন কোচ-অধিনায়ক। সরদারা বললেন, “নেদারল্যান্ডস সফরটা আমাদের খুব কাজে দেবে। ওখানকার আবহাওয়ার সঙ্গে আমরা আগেই সড়গড় হয়ে রয়েছি। তা ছাড়া দলে সন্দীপ এসে গিয়েছে। দলের সবাই ফিট। নেদারল্যান্ডস থেকেই বিশ্বকাপ টিকিট হয়তো পেয়ে যাব।”
অন্য দিকে, লন্ডন অলিম্পিকের পর ভারতীয় দল থেকে বাদ পড়ার পর মুষড়ে না পড়ে সন্দীপ সিংহ কঠিন পরিশ্রম করে ফিরে এসেছেন জাতীয় দলে। বলছিলেন, “বাদ পড়ার পর প্রথম কয়েক দিন ভাল ভাবে ঘুমোতেই পারতাম না। তবে মুষড়ে পড়িনি। প্রথমে অনুশীলনের সময় বাড়িয়ে ভুলত্রুটি শোধরাবার চেষ্টা করেছি। তার পর জোর দিই ফিটনেস বাড়ানোর দিকে। সব শেষে পাখির চোখ ছিল হকি ইন্ডিয়া লিগ। ওই টুর্নামেন্টে সেরা গোলদাতা হতেই ফের জাতীয় দলে ডাক পেলাম।”
ভারতের প্রথম ম্যাচ আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ১৩ জুন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১৫ জুন। গ্রুপের শেষ ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৭ জুন। |