টুকরো খবর
প্রথম জাপান
ব্রাজিল বিশ্বকাপে খেলার চূড়ান্ত যোগ্যতা পাওয়া শুরু হয়ে গেল। ফুটবলের মহাটুর্নামেন্টের ঠিক এক বছর আগে। আর এ ব্যাপারে ‘ফার্স্ট বয়’ এশিয়ার একটি দেশ জাপান। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাটকীয় ইনজুরি সময়ের পেনাল্টি গোলে ১-১ ড্র করে ২০১৪ বিশ্বকাপে খেলার টিকিট পেল জাপান। ঘরের মাঠে বিপক্ষের টমি ওয়ার-এর গোলে জাপানের হার যখন নিশ্চিত মনে হচ্ছিল, তখন ইনজুরি টাইমে নিজেদের বক্সে হ্যান্ডবল করে বসেন অস্ট্রেলিয়ার ম্যাথু ম্যাকে।

অস্ট্রেলিয়ার সঙ্গে ড্র করে হাতে ব্রাজিল বিশ্বকাপের টিকিট। সাইতামায় উল্লসিত জাপান।
ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে হন্ডা গোল করে ব্রাজিলে যাওয়ার জন্য জাপানকে অতি প্রয়োজনীয় এক পয়েন্ট এনে দেন। জাপান এই নিয়ে টানা পঞ্চম বার মূলপর্বে খেলবে। এশীয় চ্যাম্পিয়নরা গ্রুপ ‘বি’-তে দ্বিতীয় স্থানে থাকা দলের থেকে সাত পয়েন্ট এগিয়ে থেকে বাকিদের ধরাছোঁয়ার বাইরে। গ্রুপে দ্বিতীয় হয়ে বিশ্বকাপে যাওয়ার জন্য অস্ট্রেলিয়ার লড়াই এখন জর্ডন, ওমান, ইরাকের সঙ্গে।

সোমনাথের পাশে মদন
লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়কে পুনরায় ওয়েস্ট বেঙ্গল টেবল টেনিস অ্যাসোসিয়েশনের (ডব্লিউটিটিএ) সভাপতি পদে চাইছে রাজ্য ক্রীড়া দফতর। এ ব্যাপারে মঙ্গলবার ক্রীড়ামন্ত্রী মদন মিত্র স্পষ্টই বললেন, “লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায় পুনরায় ওয়েস্ট বেঙ্গল টেবল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি হলে আমাদের কোনও আপত্তি নেই। আমার চাই তিনিই অ্যাসোসিয়েশনের সভাপতি হন।” আগামী ৯ জুন ডব্লিউটিটিএ-র বাৎসরিক সাধারণ সভায় সংস্থার সভাপতি মনোনয়ন চূড়ান্ত হওয়ার কথা। তার আগে সংস্থার সভাপতি পদে রাজ্য ক্রীড়া দফতরের পছন্দের কথা চাউর করার মধ্যে পরোক্ষে সরকারি প্রভাব বিস্তারের গন্ধ পাচ্ছেন অনেকেই। ক্রীড়ামন্ত্রী অবশ্য জানান, ২৬ এপ্রিল ডব্লিউটিটিএ-র বৈঠকে সোমনাথবাবুকে ৯ জুন পর্যন্ত সংস্থার সভাপতি পদে রাখার সিদ্ধান্ত হয়।

পাকিস্তানের ভুল
‘ভুলবশত’ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ২০১২ সালের চুক্তিপত্র পাঠিয়ে বসল ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়া জাতীয় দলের ক্রিকেটারদের। মিসবা-উল-হকেরা যা পেয়ে নাকি হতভম্ব হয়ে যান। পুরনো চুক্তির কাগজ পাঠানোর ভুল বুঝতে পেরে পরে অবশ্য ২০১৩-র চুক্তিপত্র তাদের ক্রিকেটারদের কাছে পাঠায় পিসিবি। তার পরেও অবশ্য পাকিস্তানের সংবাদপত্র ‘জং’-এর খবর অনুযায়ী, নতুন চুক্তিপত্রের শুধু শেষ পাতা পাঠানোর জন্য পুরো চুক্তির বয়ান না দেখে পাকিস্তানের অনেক ক্রিকেটারই সই করতে রাজি হচ্ছেন না।

সান্ধুকে স্বীকৃতি
অস্ট্রেলিয়ার ভারতীয় বংশোদ্ভুত বোলার গুরিন্দর সান্ধু ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে পেলেন নতুন বিপণন চুক্তি। ব্ল্যাকটাউন অঞ্চলের সান্ধু প্রথম ভারতীয়, যিনি অস্ট্রেলিয়ার জার্সিতে ক্রিকেট মাঠে নামেন। এ ছাড়াও অ্যাসেজ সিরিজে খেলতে আশাবাদী পাকিস্তানি বংশোদ্ভুত অস্ট্রেলীয় ক্রিকেটার ফাওয়াদ আহমেদ-ও সিএ-র বিপণন চুক্তির আওতায় এসেছেন। এই সপ্তাহের মধ্যে অস্ট্রেলিয়া সরকারের নতুন নাগরিক আইন পাস হয়ে গেলে আসন্ন ইংল্যান্ড সফরের দলে থাকতে পারেন ফাওয়াদ।

পাগড়িতে ফতোয়া
পাগড়ি মাথায় ফুটবল মাঠে নামা যাবে না। এমন ফতোয়াই জারি করেছে কানাডার কিউবেক সকার ফেডারেশন। যার জেরে কিউবেকের যুব ফুটবল লিগে নামা বন্ধ হতে চলেছে দুশোর বেশি শিখ ফুটবলারের। বিষয়টি নিয়ে চিন্তিত কানাডার শিখ সংগঠনগুলো। এ ব্যাপারে আদালতের দ্বারস্থ হওয়ার কথা ভাবছেন সে দেশের শিখ ফুটবলাররা।

এভারেস্ট জয়ীদের সম্বর্ধনা
ছবি: উজ্জ্বল দেব।
রাজ্যের হয়ে প্রথম বার এভারেস্ট জয় করে ফেরার পরে মঙ্গলবার গুয়াহাটিতে তরুণ শইকিয়া ও মণীশ ডেকাকে বিপুল সম্বর্ধনা জানানো হল। বিমানবন্দরে, কংগ্রেসের মন্ত্রী ও পরিষদীয় সচিবরা রাজ্যের দুই এভারেস্টজয়ী ও মেঘালয়ের প্রথম মহিলা এভারেস্টজয়ী ওয়াংসুক মিরথংকে অভ্যর্থনা জানান। এরপর তাঁদের নিয়ে গুয়াহাটিতে শোভাযাত্রা বের হয়। পরে রাজ্যের তরফে সম্বর্ধনা দেওয়া হয়।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.