অভিযুক্ত দুই এসআই
নিজস্ব সংবাদদাতা |
কলকাতা পুলিশের দুই সাব-ইনস্পেক্টরের বিরুদ্ধে এক মহিলার জমি আত্মসাৎ, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠল। পুলিশ জানায়, বাগুইআটির এক মহিলা আইনজীবী দুই এসআই পাপিয়া রানধাওয়া ও বিনোদ কুমারের বিরুদ্ধে অভিযোগ করেন, তাঁর একটি জমি হাতানোর চেষ্টা করছেন তাঁরা। রাজি না হওয়ায় তাঁর বাড়িতে চড়াও হয়ে মারধর ও শ্লীলতাহানি করেন। অভিযোগ পেয়ে তদন্তের নির্দেশ দেন বিধাননগরের পুলিশ কমিশনার রাজীব কুমার। বিধাননগর কমিশনারেটের এসিপি অনীশ সরকার বলেন, “কেউ গ্রেফতার হয়নি। তদন্ত চলছে।” কড়েয়া থানায় আমিরুল মৃত্যুর মামলায় অন্যতম অভিযুক্ত ছিলেন বিনোদ কুমার। এর জেরে তিনি সাসপেন্ডও হন। কলকাতা পুলিশের ডিসি (ইএসডি) সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, বিধাননগর কমিশনারেটের সঙ্গে যোগাযোগ রাখছি।
|
ছিনতাই ও চুরির ঘটনায় মঙ্গলবার পাঁচ জন গ্রেফতার হয়েছে। চার জনকে গ্রেফতার করেছে ঠাকুরপুকুর ও একবালপুর থানার পুলিশ। এক জন ধরা পড়েছে বেনিয়াপুকুর থানা এলাকা থেকে। পুলিশ জানায়, ২৮ মে ঠাকুরপুকুর থেকে এক মহিলার হার ছিনতাই করে পালায় দুই মোটরবাইক আরোহী। কৌশিক মণ্ডল, শুভময় চক্রবর্তী নামে ওই দুই দুষ্কৃতী মঙ্গলবার পর্ণশ্রী ও হরিদেবপুর থেকে ধরা পড়ে। রবিবারের এক ছিনতাইয়ের ঘটনায় মহম্মদ টিপু নামে এক ব্যক্তি গ্রেফতার হয়েছে। পুলিশ জানায়, রবিবার যোধপুর পার্কে মেয়ের বাড়ি যাচ্ছিলেন মিজোরামের পূরবী ভট্টাচার্য। অভিযোগ, পার্ক সাকার্সে সিগন্যালে দাঁড়িয়ে থাকার সময়ে এক যুবক তাঁর সোনার হার ছিনতাই করে পালায়। মঙ্গলবার পার্ক স্ট্রিট থেকে ওই যুবক ধরা পড়ে। তিনটি পৃথক মোবাইল চুরির অভিযোগে এ দিনই একবালপুর থেকে দুই নাবালক গ্রেফতার হয়। মিলেছে তিনটি মোবাইল।
|
নাইট ডিউটি সেরে বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় মৃত্যু হল দুই ব্যক্তির। মঙ্গলবার, বিরাটি মোড়ের কাছে। মৃতদের নাম শ্যামল ভট্টাচার্য (৫৯) এবং রঞ্জিতকুমার বিশ্বাস (৫৯)। দু’জনেই বিমানবন্দরের ইন্ডিয়ান অয়েলের কর্মী ছিলেন। শ্যামলবাবুর বাড়ি বাঁকড়ায়। রঞ্জিতবাবুর বাড়ি বিরাটিতে। পুলিশ জানায়, সোমবার ডিউটি সেরে তাঁরা মোটরবাইকে ফিরছিলেন। রঞ্জিতবাবু বাইক চালাচ্ছিলেন। বিরাটি মোড়ের কাছে একটি ট্যাক্সি বাইকটিতে ধাক্কা মারলে ছিটকে পড়েন দু’জন। পিছন থেকে আসা আর একটি গাড়ি তাঁদের চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই শ্যামলবাবুর মৃত্যু হয়। হাসপাতালে মৃত্যু হয় রঞ্জিতবাবুর।
|
ফের কলকাতায় আইন অমান্য কর্মসূচির মোকাবিলা করতে হল পুলিশকে। তবে বামফ্রন্টের গত সপ্তাহের মতো একেবারে নির্ঝঞ্ঝাটে মিটল না সিপিআই (এম-এল) লিবারেশনের মঙ্গলবারের আইন অমান্য। সারদা-কাণ্ডে জড়িতদের শাস্তি ও পঞ্চায়েত ভোট ঘিরে সন্ত্রাস বন্ধের দাবিতে রাজা সুবোধ মল্লিক স্কোয়ারে সেই মিছিলে পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ। গ্রেফতার করা হয় দলের রাজ্য সম্পাদক পার্থ ঘোষ-সহ ১০০ জনকে। আহত এক মহিলা কর্মীকে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যেতে হয় বলে পার্থবাবু জানিয়েছেন। |
আলিপুর আদালতে মঙ্গলবার গোপন জবানবন্দি দিলেন কলকাতায় যৌন নিগ্রহের শিকার হওয়া আয়ারল্যান্ডের তরুণী। শুক্রবার রাতে ওই তরুণীকে কালীঘাটের বাড়িতে নিয়ে যৌন নিগ্রহ করার অভিযোগে সুজয় মিত্র নামের এক যুবককে গ্রেফতার করেছিল পুলিশ। আদালত সূত্রে খবর, এ দিন বিচারকের সামনে প্রায় তিন ঘণ্টা ধরে নিজের বক্তব্য জানান ওই তরুণী। ধৃত সুজয়কে আজ, বুধবার ফের আলিপুর আদালতে পেশ করা হবে।
|