সাতসকালে বাড়ি থেকে চুরি হয়ে গেল টাকা-গয়না ও দামি জিনিসপত্র। মঙ্গলবার, ভবানীপুর থানার পদ্মপুকুর রোডের উপরে ২৬এ নম্বর বাড়ির দোতলায়।
পুলিশ জানায়, বাড়িটিতে কয়েকটি পরিবার ভাড়া থাকে। দোতলার এক অংশে বছর ৫০ ধরে রাকেশ সিংহ নামে এক ব্যক্তি স্ত্রী, ছেলে-মেয়েকে নিয়ে ভাড়া থাকেন। তাঁর ঘরেই এ দিন চুরি হয়। তখন বাড়িতে কেউ ছিলেন না। দুপুর পৌনে বারোটা নাগাদ রাকেশবাবুর স্ত্রী নীনাদেবী ছেলেকে নিয়ে বাড়ি ফিরে দেখেন, মূল দরজার তালা ভাঙা। খাওয়ার ঘরের টেবিল ফ্যান দু’টি দরজার বাইরে উল্টে পড়ে। পরে রাকেশবাবু থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনাস্থলে আসেন থানা ও লালবাজারের অফিসারেরা। |
রাকেশবাবু জানান, রাস্তার উপরে বাড়ি হওয়ায় এর আগে অন্যদের ঘরে ছোটখাটো চুরি হলেও, তাঁদের ঘরে কোনও দিন চুরি হয়নি। মঙ্গলবার বাড়ির অন্যান্য অংশে লোকজন থাকতেও কী করে তাঁর ঘরে চুরি হল, তা ভেবে পাচ্ছেন না তাঁরা। এ দিন সকালে তাঁদের বাড়ি থেকে খোয়া গিয়েছে কয়েক লক্ষ টাকার সোনার গয়না-সহ, ডিভিডি প্লেয়ার, দামি শাড়ি। নীনাদেবী বলেন, “বাড়ি ফিরে দরজার তালা ভাঙা দেখে সন্দেহ হয়। ভিতরে ঢুকেই দেখি টিভিটা উল্টে ফেলা রয়েছে। ডিভিডি প্লেয়ার নেই। আলমারির সব জিনিস মেঝেয়।” তিনি জানান, কিছু দিন আগেই তাঁদের দুই মেয়ের বিয়ে হয়েছে। ছোট মেয়ের বিয়ের অনেক গয়নাই বাড়িতে ছিল। সেগুলি ছাড়া তাঁর নিজের গয়নাও চুরি হয়েছে। চুরি গিয়েছে প্রায় ১ লক্ষ ৩৫ হাজার টাকা।
পুলিশের অনুমান, চোর আগে থেকেই জানত ওই সময়ে বাড়িতে কেউ থাকবে না। তদন্তে নেমেছে পুলিশ।
|