|
|
|
|
রায়গঞ্জে ভর্তি অনলাইনে
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
আবেদনকারী পড়ুয়াদের সুবিধার জন্য স্নাতকে ভর্তির ফর্ম পূরণ অনলাইনের মাধ্যমে করার সিদ্ধান্ত নিয়েছেন রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ কর্তৃপক্ষ। আজ, মঙ্গলবার বেলা ১১টা থেকে পড়ুয়ারা কলেজে না গিয়েই অনলাইনের মাধ্যমে কলা, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে ভর্তির জন্য ফর্মপূরণ করার সুযোগ পাবেন। ১৮ জুন রাত ১২টা পর্যন্ত ওই পরিষেবা চালু থাকবে। কলেজ কর্তৃপক্ষ এ বছরই প্রথম কলেজের ওয়েবসাইটে মেধাতালিকা প্রকাশ করবেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তথা টিচার্স কাউন্সিলের সম্পাদক অশোক দাস বলেন, “পড়ুয়াদের হয়রানি ও ভর্তি প্রক্রিয়া চলাকালীন কলেজের প্রশাসনিক কাজকর্ম স্বাভাবিক রাখতেই অনলাইন প্রক্রিয়া চালু করা হচ্ছে। মেধা তালিকাও প্রকাশ করা হবে। কলেজের থেকে কোনও ফর্ম দেওয়া হবে না।” তিনি জানান, আবেদনকারীকে অনলাইনে ফর্ম পূরণ করে তিনটি স্লিপ প্রিন্ট আউট করে সংগ্রহ করতে হবে। তারমধ্যে দুটি স্লিপ-সহ উচ্চমাধ্যমিকের মার্কশিটের প্রতিলিপি ও ফর্মের দাম বাবদ ৬০ টাকা কলেজের কাউন্টারে জমা করতে হবে। রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজে বিভিন্ন বিভাগে স্নাতক স্তরে প্রায় আড়াই হাজার আসন রয়েছে।
প্রতি বছরই ভর্তির জন্য উত্তর দিনাজপুর-সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে পাঁচ হাজারেরও বেশি পড়ুয়া ভিড় করেন। ফর্ম তোলা এবং জমা দেওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। এতে কলেজের অনেক প্রশাসনিক কাজও ব্যাহত হয়। কলেজ চত্বরে অনেক সময় বিশৃঙ্খলা তৈরি হয়। অনেকে ফর্ম না পেয়ে ফিরেও যান। কলেজ কর্তৃপক্ষের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ছাত্র সংগঠনগুলি। কলেজের ওয়েবসাইট:
www.raiganjcollege.ac.in. |
|
|
|
|
|