|
|
|
|
পুরসভায় কাজ হচ্ছে না, ক্ষোভ তৃণমূলের
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শহরের উন্নয়নে কোনও কাজ হচ্ছে না ওই অভিযোগ তুলে পুরসভায় অবস্থান বিক্ষোভ দেখাল তৃণমূল। সোমবার পুরসভা চত্বরে মঞ্চ বেঁধে বিক্ষোভ সভা করে তারা। কংগ্রেস সংখ্যা লঘু হয়েও জোর করে ক্ষমতায় বসে রয়েছে অভিযোগ তুলে মেয়রের পদত্যাগ দাবি করেন তারা। দিনভর পুরসভায় বিক্ষোভ সভা করেন।
মেয়র গঙ্গোত্রী দত্ত বলেন, “কোনও রাজনৈতিক দল তাদের মতামত জানাতেই পারে।” তবে শহরের উন্নয়ন থমকে যাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসও দায়ী বলে তিনি পাল্টা অভিযোগ তুলেছেন। তিনি বলেন,“ নান্টু পালের অনৈতিক কাজকে সমর্থন করছে তৃণমূল। ধ্বনি ভোটে বাজেট পাস হলেও তা নিয়ে অযথা বিতর্কের সৃষ্টি করা হচ্ছে।” এই পরিস্থিতিতেই সরকারি তরফে ৮ এপ্রিল ১৬ টি কাজ করার অনুমতি দিয়ে নির্দেশিকা দেয় পুর দফতর।
দলত্যাগী চেয়ারম্যান নান্টু পালকে অবৈধ ভাবে চেয়ারম্যান করা হয়েছে বলে বাম এবং কংগ্রেস উভয় দলের কাউন্সিলররাই আলাদা ভাবে অভিযোগ তোলে। সমস্ত মেয়র পারিষদদের সরিয়ে দেন মেয়র। তৃণমূলের কাউন্সিলরদের বাদ দিয়ে কংগ্রেসের কাউন্সিলরদের পদ দেওয়া হয়। তা নিয়ে দুই শরিকের বিবাদ চরমে পৌঁছয়। তৃণমূল লিখিত ভাবে মেয়রের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নে। বাজেট পাস নিয়ে বিতর্কের জেরে নতুন বছরে আর্থিক বরাদ্দ আটকে পড়েছে। এই পরিস্থিতিতে জরুরি পরিষেবার ১৬ টি কাজ করার অনুমতি দেয় পুর দফতর। তার জেরে অন্যান্য উন্নয়ন কাজও আটকে পড়েছে বলে অভিযোগ।
এর পর থেকেই আন্দোলনে নামে তৃণমূল। সোমবার এবং মঙ্গলবার দু’ দিনই পুরসভায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিয়েছে তৃণমূল। এদিনের বিক্ষোভ সভায় তৃণমূল কাউন্সিলররা ছাড়াও জেলা নেতৃত্বের অনেকেই উপস্থিত ছিলেন। ছিলেন দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক রঞ্জন সরকার, মহিলা তৃণমূলের সভানেত্রী সুস্মিতা সেনগুপ্ত, সৌমিত্র কুন্ডু, মদন ভট্টাচার্যরা। তাঁদের অভিযোগ, শহরের বিভিন্ন ওয়ার্ডের রাস্তাঘাট ভাঙা। পুরসভার সরবরাহ করা পানীয় জলে ব্যাঙাচি মিলছে। অথচ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দলের অন্যতম কাউন্সলর কৃষ্ণ পাল বলেন, “কয়েকজন কাউন্সিলর নিয়ে সংখ্যালঘু হয়েও বোর্ড চালাচ্ছে কংগ্রেস। এই পরিস্থিতি চলতে থাকলে শহরের উন্নয়ন থমকে যাবে।” দ্রুত এই মেয়রের পদত্যাগ দাবি করেন তাঁরা। নান্টু পালের দলত্যাগ এবং অবৈধ ভাবে চেয়ারম্যান নির্বাচনের অভিযোগ নিয়ে আদালতে মামলা চলছে। মেয়র জানান তাঁরা আদালতের রায়ের অপেক্ষায় রয়েছেন। |
|
|
|
|
|