দুর্ঘটনায় মৃত্যু সেবক মোড়ে |
ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হল এক যুবকের। সোমবার রাত সাড়ে দশটা নাগাদ শিলিগুড়ির হিলকার্ট রোডের সেবক মোড়ে দুর্ঘটনাটি ঘটেছে। মৃত যুবকের নাম ছোটন রায়। ট্রাক-সহ চালককে আটক করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী একটি দশ চাকার ট্রাককে ওভারটেক করতে গিয়েই দুর্ঘটনাটি ঘটেছে। ছোটনের মাথা ট্রাকের চাকার নীচে চলে আসে। পুলিশ জানিয়েছে, ছোটনের বাড়ি জলপাইগুড়ির মোহন্তপাড়ায়। এখানে হাকিমপাড়ার শান্তি মোড়ের কাছে একটি বাড়িতে দাদা গৌতম রায় ও আরও এক ভাইয়ের সঙ্গে থাকতেন তিনি। গৌতম জানায়, ছোটন একটি বেসরকারি ইঞ্জিন অয়েল কোম্পানীতে কাজ করতেন। এ দিন তিনি অফিসের কোনও কাজে যাননি। মৃতদেহটি প্রথমে শিলিগুড়ি হাসপাতালে নিয়ে গেলেও পরে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
|
ধসের আশঙ্কায় বিক্ষোভ গ্রামে |
‘ডিনামাইট’ দিয়ে পাহাড়ের পাথর ফাটানোয় ধসের আশঙ্কায় একটি জলবিদ্যুৎ প্রকল্প এলাকায় বিক্ষোভ দেখালেন উত্তর সিকিমের দিকচুর তানিক গ্রামের বাসিন্দারা। সোমবার বাসিন্দারা প্রকল্পটি যে সংস্থাটি কাজ করছে তাদের দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখান। দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঘেরাও চলে। উত্তর সিকিমের ডেপুটি কমিশনার চন্দ্র প্রকাশ ধক্কল ঘটনাস্থলে গিয়ে ঘেরাও বিক্ষোভ তুলে দেন। তিনি বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। ধস প্রবণ এলাকার বাসিন্দাদের অস্থায়ীভাবে অন্যত্র সরানো এবং ওই সংস্থাকে আপাতত কাজ বন্ধ রাখার পরামর্শ দেন। তিনি বলেন, “গ্রামবাসীদের দাবি যুক্তিযুক্ত। ২০ টি পরিবারকে আপাতত নিরাপদ জায়গায় সরানো হবে। বর্ষা শেষ হলে তাঁদের ফিরিয়ে আনা হবে।”
|
উচ্চ মাধ্যমিকেও ভাল ফল করল টোটোপাড়া। ৯ জন টোটো পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। প্রথম বিভাগে পাশ করে নজর কেড়েছেন অভিষেক টোটো। কোচবিহার শহরের মহারাজা নৃপেন্দ্রনারায়ণ হাইস্কুল থেকে কলা বিভাগে পরীক্ষা দেন তিনি। তাঁর প্রাপ্ত নম্বর ৩৪১। এ দিন টোটোপাড়ায় বসে ইন্টারনেটে ফল জানার পরে এলাকায় ছিল খুশির হাওয়া। অভিষেক ইংরেজি অনার্স নিয়ে পড়ে শিক্ষকতা করতে চান। জলপাইগুড়ি ও কোচবিহার জেলার স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেন ১৭ টোটো পরীক্ষার্থী। পাঁচ জন ছাত্রী। মেয়েদের মধ্যে পাশ করেন দু’জন। তাঁরা রিমা টোটো ও স্বপ্না টোটো। আনন্দেও শোকের বাতাস। এ বার এক নামের দুই ছাত্র পাশ করেন। নাম সুশান্ত টোটো। তাঁরা নাগারাকাটার এক স্কুল থেকে পরীক্ষা দেন। এক সুশান্তের যক্ষ্মায় মৃত্যু হয়।
|
অন্য সব কলেজে ‘অন লাইন’ ভর্তি চালু থাকলেও মালদহ কলেজে স্নাতক স্তরে তা করতে দেওয়া হবে না বলে আন্দোলনে তৃণমূল ছাত্র পরিষদ। মালদহ কলেজে আজ মঙ্গলবার থেকে প্রথম স্নাতক স্তরে ‘অন লাইন’ ভর্তি শুরুর কথা। সোমবার টিএমসিপি জেলা সভাপতি প্রজেনজিৎ দাস এক দল সমর্থক নিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ঘিরে অন লাইন ভর্তি বন্ধ করে ফর্মের মাধ্যমে ছাত্র ভর্তির দাবি করেছে।
বিদ্যুৎ-বিক্ষোভ। বিদ্যুতের দাবিতে প্রায় এক ঘন্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। সোমবার আলিপুরদুয়ার ১ ব্লকের তপসিখাতা এলাকায় অবরোধ হয়। পরে ঘটনাস্থলে ব্লক আধিকারিক গেলে অবরোধ তুলে নেন বাসিন্দারা।
|
হাট ঘোরাতে নিয়ে যাওয়ার নাম করে এক কিশোরীকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে এক যুবককে পুলিশ গ্রেফতার করে। কুমারগ্রাম ব্লকের হাতিপোতা থেকে। অভিযুক্ত রাজীব দে পেশায় অটো রিক্সা চালক। বাড়ি কোহিনূর বাগানের লালপুল এলাকায়। রবিবার রাতে ওই কিশোরীর বাবা শামুকতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সোমবার কিশোরীকে আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করানো জন্য পাঠানো হয়েছে। |