দার্জিলিং ছাড়া উত্তরে ৫ জেলায় পিছিয়ে মেয়েরা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
দার্জিলিঙে উচ্চ মাধ্যমিকে মেয়েদেরই জয়জয়কার। তবে দার্জিলিং জেলা ছাড়াও পাশের হারের দিক থেকে উত্তরবঙ্গের অন্যত্র ছেলেরাই এগিয়ে।
ছেলেদের স্কুলগুলিকে টেক্কা দিয়ে শিলিগুড়ি গার্লস হাই স্কুলের দুই ছাত্রী মেধা তালিকায় জেলায় সম্ভাব্য প্রথম হয়েছেন। তাঁরা হলেন জাগৃতি ভট্টাচার্য এবং শতরূপা কর্মকার। দু’জনেই ৪৬১। জাগৃতি বিজ্ঞান ও শতরূপা কলা বিভাগের। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উত্তরবঙ্গ আঞ্চলিক শাখার উপ সচিব উৎপল বিশ্বাস বলেন, “জেলায় উচ্চ মাধ্যমিকে মেয়েদের পাশের হারই বেশি।” দফতর সূত্রে জানা গিয়েছে, নিয়মিত ছাত্রছাত্রীদের মধ্যে দার্জিলিং জেলায় পাশের হার ৭৫.৫৫ শতাংশ। তার মধ্যে মেয়েদের পাশের হার ৭৬.৮৯ শতাংশ ছেলেদের ৭৪.২৮ শতাংশ। নিয়মিত বিভাগে পরীক্ষার্থী ১৮৭৫৮। পাশ করেছেন ১৩৯০৯ জন। |
|
উচ্চ-মাধ্যমিকের ফল জানতে লাইন। শিলিগুড়ির একটি স্কুলে সোমবার তোলা নিজস্ব চিত্র। |
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রেই জানা গিয়েছে, পাশের হারের দিক থেকে দার্জিলিং জেলা রাজ্যে দশম স্থানে রয়েছে। উত্তরবঙ্গে এ বছর মোট পরীক্ষার্থী ১ লক্ষ ৬১৯৩৯ জন। পাশ করেছেন ১ লক্ষ ১২২০০ জন। পাশের হার ৬৯.২৯ শতাংশ। গত বছর পরীক্ষার্থী ছিল ১ লক্ষ ৪৯০০৩ জন। পাশ করেন ১ লক্ষ ৪০৫৬ জন।
জলপাইগুড়িতে পাশের হার ৬৩.৪০ শতাংশ। তার মধ্যে মেয়েদের পাশের হার ৫৭.১৬, ছেলেদের ৬৯.৭৮ শতাংশ। উত্তর দিনাজপুরে ছেলেদের পাশের হার ৮০.৫০ শতাংশ, মেয়েদের ৬৬.৯৪ শতাংশ। মোট পাশের হার ৭৩.৬৭ শতাংশ। কোচবিহারে পাশের হার ৬৫.৩৫ শতাংশ। মেয়েদের পাশের হার ৫৯.৪২ এবং ছেলেদের ৭১.১১ শতাংশ। মালদহ মেয়েদের পাশের হার ৬৪.৬৫ শতাংশ ও মেয়েদের ৭৯.১২ শতাংশ। মোট পাশের হার ৭২.৩০ শতাংশ। দক্ষিণ দিনাজপুরে পাশের হার ৬৮.০১ শতাংশ। মেয়েদের পাশের হার ৬৩.০৭ এবং ছেলেদের ৭২.৬৯ শতাংশ। |
|