কখনও কবিতা লেখা, কখনও আবার গল্পের বই পড়া। আর বিকেল হলেই বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলা। এই সব কিছুর ফাঁকে রোজ আট ঘণ্টা পড়া। এভাবেই এ বছর উচ্চ মাধ্যমিকে ৪৬২ নম্বর পেয়ে মুর্শিদাবাদ জেলার সম্ভাব্য প্রথম স্থানে কান্দি উচ্চ বিদ্যালয়ের দেবব্রত ঘোষ।
|
দেবব্রত ঘোষ। |
দেবব্রত অঙ্কে ১০০, রসায়নে ৯৯, পদার্থবিদ্যায় ৯৩, বাংলায় ৮৪, ইংরেজিতে ৮৬ নম্বর পেয়েছে। দেবব্রতর বাবা পেশায় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রফুল্ল ঘোষ বলেন, “ছেলে যতটা পরিশ্রম করেছিল, ঠিক ততটা ভাল ফল হয়নি। আমরা আশা করেছিলাম ও এক থেকে দশের মধ্যে থাকবে।” তিনিই জানান, দেবব্রত ছোট থেকেই কবিতা লিখতে পারত। পড়াশোনার পাশাপাশি কবিতা লেখা, গল্পের বই পড়ার নেশাও দেবব্রতর।
তার মা মায়াদেবী বলেন, “সব কিছু করার পরও ও কিন্তু নিজের পড়াটা ঠিক করে নিত। আবার ও তো খেলাপাগল।” দেবব্রত জানায়, সে ফুটবলপাগল হলেও তার বন্ধুরা ফুটবল খেলে না। তাই বন্ধুদের সান্ত্বনা দিতে সে বন্ধুদের সঙ্গে ক্রিকেটই খেলে। রাহুল দ্রাবিড় আ মেসির ভক্ত সে। গল্পের বইয়ের মধ্যে তার পছন্দ গোয়েন্দা-গল্প। সত্যজিৎ রায়ের লেখা তার সবচেয়ে পছন্দের। মায়াদেবী বলেন, “আমার ছেলে খাদ্য রসিক। সব রকম খাবার খেতেই খুব ভালবাসে। মুরগির মাংস পেলে সবথেকে খুশি।”
রবিবার ছিল আইআইটি পরীক্ষা। আইআইটিতে পড়ার পর প্রশাসনিক কর্তা হওয়াই লক্ষ্য দেবব্রতর। পরীক্ষা দিতে কলকাতায় গিয়েছিল সে। সোমবার যখন ফল প্রকাশ হয়, তখন সে বাড়ির পথে। ফোনে সে জানায়, তার আইআইটি পরীক্ষা ভালই হয়েছে। বলে, “ইঞ্জিনিয়ারিং পড়ে পরে আমি প্রশাসনিক কর্তা হতে চাই।” স্কুলের প্রধান শিক্ষক ভূমানন্দ সিংহ বলেন, “দেবব্রতর উপর ভরসা ছিলই। ও নিজেকে ফের প্রমাণ করে দিয়েছে।” |