সিপিএম কর্মী খুন, অভিযোগ তৃণমূলের দিকে
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
এক সিপিএম কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার হরিহরপাড়ার এই ঘটনায় মৃতের নাম গোলাম মোস্তাফা (৩৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে বাড়ি থেকে বেরনোর সময় গোলাম মোস্তাফাকে ভোজালি দিয়ে কুপিয়ে পালায় দুই জন দুষ্কৃতী। আশঙ্কাজনক অবস্থায় গোলামকে প্রথমে হরিহরপাড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তিনি মারা যান। সিপিএমের জেলা সম্পাদক মৃগাঙ্ক ভট্টাচার্যর অভিযোগ, “ভোটের আগে জেলার পরিস্থিতি উত্তপ্ত করতে হিংসার রাজনীতি করছে তৃণমূল।” যদিও অভিযোগ উড়িয়ে দিয়ে রাজ্যের উদ্যান পালন দফতরের মন্ত্রী সুব্রত সাহা বলেন, “ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। গ্রাম্য বিবাদের জেরেই এই খুন”। জেলার পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “প্রাথমিক তদন্তে অনুমান জমি সংক্রান্ত বিবাদের জেরে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
পথ দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। সোমবার হরিহরপাড়ার রুকুনপুরের এই দুর্ঘটনায় মৃতের নাম আনজুরা বিবি (২৫)। পরিবারের এক সদস্যর সঙ্গে মোটরবাইক চেপে হরিহরপাড়া থেকে রুকুনপুরে বাড়ি ফিরছিলেন আনজুরা বিবি। নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক্টর বাইকে ধাক্কা মারলে রাস্তায় ছিটকে পড়েন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। অন্য দিকে, গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের। বড়ঞা থানা এলাকার হলদিয়া-বাগশাহী সড়কের এই দুর্ঘটনায় মৃতের নাম রেজেল শেখ (৬০)। তিনি ববরপুরের বাসিন্দা।
|
হেরোইন তৈরির অভিযোগে লালগোলা থানার যশোইতলার আমতাল মোড় থেকে ৪ জনকে গ্রেফতার কর পুলিশ। ধৃত আশিক রেজা, ইমরান আলি, ফারুক হোসেন ও কালু শেখ লালগোলার আইড়মারি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। |