ভারতীয় ক্রিকেটের এমন দুর্দিনেও মহেন্দ্র সিংহ ধোনির মুখে হাসি!
ওয়ান ডে বিশ্বর্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা দলকে পুরস্কারপ্রদান অনুষ্ঠানে প্রাক্তন আইসিসি প্রেসিডেন্ট ডেভিড মর্গানের হাত থেকে ভারত অধিনায়ক যখন ওয়ান ডে চ্যাম্পিয়নশিপ শিল্ড আর এক লক্ষ পঁচাত্তর হাজার ডলারের চেক নিচ্ছেন, ধোনির হাসিটা বর্তমান পরিপ্রেক্ষিতে কেমন যেন বেমানান!
ওয়ান ডে-তে এক নম্বর দলের পুরস্কার নেওয়ার পর অবশ্য ধোনি বলেছেন, “বিরাট কৃতিত্ব। খুব গর্বিত লাগছে। এই পুরস্কার টিমের সবার। আশা করছি এটা স্রেফ শুরু। এ রকম পুরস্কার ভারত আরও পাবে।”
বললেন বটে, কিন্তু এতটা ফুরফুরে মেজাজে থাকতে পারছেন কি ধোনি? বিশেষ করে যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় এবং শেষ প্রস্তুতি ম্যাচে আরও একটা কঠিন পরীক্ষা মঙ্গলবার? যার আটচল্লিশ ঘণ্টা পরেই চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ভারত মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। |
‘মেন ইন ব্লু’ প্রথম ড্রেস রিহার্সালে শ্রীলঙ্কাকে সহজে হারালেও এ বার কাজটা কঠিন। কার্ডিফের পেস সহায়ক উইকেটে অস্ট্রেলিয়ার দেড়শো কিলোমিটারে আশপাশে বল করা বোলারদের সামলাতে হবে। দুটো প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সের উপর ভিত্তি করে চূড়ান্ত একাদশ বাছবেন ধোনি। বিরাটদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ার পেসার ত্রয়ী জনসন, স্টার্ক আর ফকনারকে সামলানো। স্টার্ক চোট সারিয়ে এখন পুরো সুস্থ। জনসন এবং ফকনার আইপিএল সিক্সে দুর্দান্ত ফর্মে ছিলেন। ধোনির চিন্তার আরও একটা কারণ রোহিত শর্মার রান-খরা নিয়েও। এজবাস্টনে প্রথম প্রস্তুতি ম্যাচে যে ভাবে আইপিএল সিক্স চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক আউট হয়েছেন, দেখে কে বলবে ইনি দিনকয়েক আগেই দুরন্ত ফর্মে ছিলেন! এর চেয়েও বড় চিন্তা ভারতীয় বোলারদের ফর্ম। শ্রীলঙ্কা অনায়াসে ৩২৫ তুলে ফেলেই বুঝিয়ে দেয় যে, ইংল্যান্ডের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারেননি ভারতীয় বোলাররা। না হলে ইরফান, ইশান্ত, বিনয়কুমার, ভুবনেশ্বর কুমারদের আক্রমণ এমন ভোঁতা দেখায় কী করে? শ্রীলঙ্কার বিরুদ্ধে অবশ্য দলের দ্রুততম বোলার উমেশ যাদবকে খেলাননি ধোনি। মঙ্গলবার উমেশের খেলার সম্ভাবনা রয়েছে। পেস সহায়ক উইকেট হলেও ধোনি স্পিনার হিসেবে অশ্বিনকে তো খেলাবেনই। সঙ্গে থাকবেন ক্যাপ্টেনের প্রিয় ‘স্যর’ জাডেজা-ও। কার্ডিফে হাজির ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, দক্ষিণ আফ্রিকার সঙ্গে আসল যুদ্ধের দলটাই মঙ্গলবার নামাবেন ধোনি-ফ্লেচার জুটি।
আইসিসির এক দিনের সেরা দলের পুরস্কারপ্রদান অনুষ্ঠানে ধোনিকে ফটোগ্রাফাররা অনুরোধ করেন, চ্যাপ্টা আকৃতির শিল্ডে রাফায়েল নাদালের কায়দায় কামড়ের পোজ দিতে। শুনেই ভারত অধিনায়ক বলেন, “আরে না না, এ রকম পোজ দিতে পারব না। শিল্ডটা যা ভারী! আর আমি নাদাল বা ফেডেরারও নই। ওটা টেনিস আর এটা ক্রিকেট।” তবে এক দিনের সেরা দলের অধিনায়ক যদি এ বার চ্যাম্পিয়ন্স ট্রফিটা না জেতেন, তখন হয়তো নিজের হাতটাই কামড়াতে হবে তাঁকে! |