দুর্ঘটনায় মৃত মা-মেয়ে
নিজস্ব সংবাদদাতা • গঙ্গাজলঘাটি ও তালড্যাংরা |
দুর্ঘটনায় মৃত্যু হল এক বধূ ও তাঁর বছরের মেয়ের। রবিবার দুর্ঘটনাটি ঘটেছে গঙ্গাজলঘাটি থানার দুর্লভপুর মোড়ে। গুরুতর আহত অবস্থায় ওই বধূর স্বামীকে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, মৃতেরা হলেন ইতু হালদার (২৭) ও রিনি হালদার (৪)। বড়জোড়ার কাদাশোল গ্রামে তাঁদের বাড়ি। স্ত্রী ইতু ও মেয়েকে নিয়ে অজিত হালদার মোটরবাইকে এক আত্মীয়ের বাড়ি থেকে বড়জোড়ায় ফিরছিলেন। সেই সময় একটি ট্রাক তাঁদের ধাক্কা মারে। পুলিশ চালককে আটক করেছে। অন্য দিকে, এ দিনই তালড্যাংরা থানার পিয়ারবনি গ্রামের কাছে ইট বোঝাই একটি লরি উল্টে গিয়ে জখম হলেন লরিতে থাকা ৮ জন শ্রমিক। তাঁদের প্রথমে তালড্যাংরা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে গুরুতর আহত চার জনকে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাকি চার জনকে প্রাথমিক চিকিৎসা করার পরে ছেড়ে দেওয়া হয়। রানিগঞ্জ থেকে ইট নিয়ে লরিটি তালড্যাংরা যাচ্ছিল।”
|
নিহতের মেয়ের মনোনয়ন
নিজস্ব সংবাদদাতা • বলরামপুর |
মাওবাদীদের হাতে স্বজন হারানো আরও একজন ঘাটবেড়া-কেরোয়া পঞ্চায়েতের জন্য মনোনয়নপত্র জমা দিলেন। শনিবার বলরামপুর থানার খুনটাঁড় গ্রামের বাসিন্দা কুমকুম সিং সর্দার তৃণমূলের হয়ে মনোনয়নপত্র জমা দেন। তাঁর দাদা তৃণমূল কর্মী রাজেন সিং সর্দারকে বাড়িতে না পেয়ে বাবা অজিত সিং সর্দার ও ভাই বাকু সিং সর্দারকে ২০১১ সালের ১৪ নভেম্বর মাওবাদীরা খুন করে। তিনি বলেন, “এলাকার উন্নয়ন দরকার। তাই ভোটে দাঁড়াচ্ছি। মানুষের হয়ে কাজ করতে চাই।” ২০১০ সালের ২৯ জুলাই মাওবাদীদের গুলিতে নিহত হন তৃণমূলের ঘাটবেড়া-কেরোয়া অঞ্চল সভাপতি রাজেন মাহাতো। তাঁর স্ত্রী মণিকা মাহাতো বলরামপুর পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য শুক্রবার মনোনয়ন পত্র দাখিল করেন।
|
মদ ভাটিতে দেহ
নিজস্ব সংবাদদাতা • সোনামুখী |
মদের ভাটিতে মিলল কর্মীর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ। রবিবার সকালে সোনামুখীর সায়েরের পাড় এলাকার ঘটনা। খবর পেয়ে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম হারাধন মণ্ডল (৪১)। মেজিয়ায় তাঁর বাড়ি। তিনি ওই মদের ভাটিতে কাজ করতেন। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাই এই মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। মৃত্যুর কারণ জানতে পুলিশ মদ ভাটির মালিক ও অন্য কর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। মৃতের পরিবারকেও খবর দিয়ে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
|
বল ভেবে বোমা, জখম বালক
নিজস্ব সংবাদদাতা • কাঁকরতলা |
বোমাকে বল ভেবে খেলতে গিয়ে শনিবার সকালে বীরভূমের কাঁকরতলা থানা এলাকার বড়রা গ্রামে শেখ ইরফান নামে ন’বছরের এক বালক আহত হয়। রবিবার ওই গ্রামে একটি পরিত্যক্ত বাড়ি থেকে ১০০টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। কিছু দিন ধরেই এলাকা দখল করা নিয়ে দু’টি গোষ্ঠীর মধ্যে উত্তেজনা, বোমাবাজি চলছে। পঞ্চায়েত ভোটের মুখে এমন ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ।
|
ক্রিকেট প্রশিক্ষণ শিবির
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
সিএবি-র পরিচালনায় ও মানভূম ক্রীড়া সংস্থার উদ্যোগে গত ৩০ জুন থেকে মানভূম ক্রীড়া সংস্থার মাঠে শুরু হয়েছে গ্রীষ্মকালীন ক্রিকেট প্রশিক্ষণ শিবির। অনূর্ধ্ব ১৪ ও অনূর্ধ্ব ১৬ বছরের ৫০ জন ক্রিকেটার এই শিবিরে যোগ দিয়েছে। রঘুনাথপুরেও একই শিবির চলছে।
|
যুবকের দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
জাতীয় সড়কের ধার থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের বয়স আনুমানিক ৩৫ বছর। শনিবার পুরুলিয়া মফস্সল থানার চাষমোড়ের কাছে পুরুলিয়া-বোকারো ৩২ নম্বর জাতীয় সড়কের পাশে দেহটি পড়েছিল। |