বরাবাজারের বিস্ফোরণস্থল পরিদর্শন করে গেলেন পুলিশ কর্তা। ডিএসপি (সদর) দেন্দুপ শেরপা রবিবার বিকেলে বরাবাজারে তৃণমূল নেতা আদিত্য সিংহ মল্লের বাড়িতে আসেন। বিস্ফোরণে ভেঙে পড়া পাঁচিল ও সদর দরজা পরিদর্শন করেন। আদিত্যবাবু ও তাঁর স্ত্রী সুস্মিতাদেবীর সঙ্গে তিনি কথা বলেন। তাঁদের পড়শিদেরও পুলিশ ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। শুক্রবার রাতে ওই বিস্ফোরণ হয়। মল্ল দম্পতি অভিযোগ করেছিলেন, সিপিএম আশ্রিত মাওবাদীরা এই কাণ্ড করেছে। যদিও সিপিএম নেতৃত্ব তা মানতে চাননি।
পুরুলিয়ার পুলিশ সুপার সি সুধাকর বলেন, “ওই ঘটনায় রবিবার পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। জিজ্ঞাসাবাদের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিস্ফোরণস্থলের নমুনা সংগ্রহ করে কলকাতায় ফরেন্সিক পরীক্ষা করতে পাঠানো হয়েছে।” ঘটনার প্রতিবাদে শনিবার বিকেলে বরাবাজারে তৃণমূল মিছিল বের করে। রবিবার দলের জেলা নেতা গৌতম রায় বরাবাজারে এসে বলেন, “ভোটের মুখে সিপিএম আমাদের কর্মীদের ভয় দেখানোর চেষ্টা করছে। সবাইকে সতর্ক থাকতে বলেছি।” প্রসঙ্গত বরাবাজার ব্লকের ১০টি পঞ্চায়েতের মধ্যে আটটি সিপিএম পরিচালিত। দু’টি পঞ্চায়েতের ক্ষমতায় রয়েছে তৃণমূল। ইতিমধ্যে তৃণমূলের প্রচুর প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তৃণমূলের দাবি, তাঁদের দমাতে তাই সিপিএমের লোকেরা ওই কাণ্ড করেছে।
|