আগ্নেয়াস্ত্র-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল ভাঙড় থানার পুলিশ। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে ভাঙড়ের মিলন বাজার এলাকা থেকে আজিজুল মোল্লা নামে ওই দুষ্কৃতীকে ধরা হয়। তার বাড়ি ভাঙড়ের গজাপুরে। পুলিশ জানায়, ধৃতের কাছ থেকে একটি গুলিভর্তি পাইপগান মিলেছে। তার বিরুদ্ধে খুন, ডাকাতি-সহ নানা অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। সে এত দিন পালিয়ে বেড়াচ্ছিল। ধৃতকে এ দিনই বারুইপুর আদালতে হাজির করানো হয়। বিচারক তাকে ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন।
|
রঘুনাথপুর গালর্স হাইস্কুল: পরীক্ষার্থী-১৫৮, উত্তীর্ণ-১৪৯, প্রথম বিভাগ-২৫, সর্বোচ্চ- অমৃতা মণ্ডল (৬৫০)।
বড় জিরাফপুর তরুণ সঙ্ঘ হাইস্কুল: পরীক্ষার্থী- ১৯০, উত্তীর্ণ- ১৭২, সর্বোচ্চ-পাপিয়া পারভিন (৬৪৭)।
চাতরা নেতাজি বালিকা শিক্ষা নিকেতন: পরীক্ষার্থী- ১৩৬, উত্তীর্ণ- ,১৩৪, প্রথম বিভাগ-৩২, সর্বোচ্চ- অয়ন্তিকা দাস (৬৫১)। |