পঞ্চায়েত ভোট উপলক্ষে মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট। রবিবার দুপুরে সিপিএমের জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে বামফ্রন্টগত ভাবে জেলাপরিষদের যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, তাতে সিপিএমের ৫২ জনের মধ্যে ৪৮ জন নতুন, আরএসপি’র ১৩ জনের মধ্যে ১১ জন নতুন, ফরওয়ার্ড ব্লকের ৩ জন এবং সিপিআইয়ের ২ জন প্রার্থীই নতুন। মুর্শিদাবাদ জেলাপরিষদে গত বার আসন সংখ্যা ছিল ৬৩টি। এবার সেখানে ৭টি আসন বেড়ে হয়েছে ৭০টি। সিপিএমের জেলা সম্পাদক মৃগাঙ্ক ভট্টাচার্য বলেন, “সার্বিক ঐক্য গড়েই বামফ্রন্টগত ভাবে লড়ব। দু’-একটি আসনে কে দাঁড়াবে তা নিয়ে সমস্যা রয়েছে। আমরা আলোচনার মাধ্যমে তা মিটিয়ে ফেলব।” এদিন ৭০টি আসনের মধ্যে ৬৬টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়। আজ সোমবার থেকে মুর্শিদাবাদ জেলায় পঞ্চায়েতের মনোনয়নপত্র জমা নেওয়া শুরু হবে। জেলাপরিষদের ৭০টি আসনের মধ্যে সিপিএম ৫২টি আসনে, আরএসপি ১৩, ফরওয়ার্ড ব্লক ৩টি, সিপিআই ২টি আসনে লড়বে। গত জেলপরিষদের সভাধিপতি ও ৯ জন কর্মাধ্যক্ষের মধ্যে ১ জন কর্মাধ্যক্ষ ছাড়া পদাধিকারী আর কোনও প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। মৃগাঙ্কবাবু বলেন, “যাদের গ্রহণযোগ্যতা রয়েছে, বয়স কম, কাজের প্রতি নিষ্ঠা রয়েছে, আচরণ, সততা, বিশ্লেষণ করে নতুনদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।”
|
দুর্ঘটনায় এক কলেজ ছাত্রের মৃত্যুকে ঘিরে প্রায় কুড়ি ঘন্টা ৮০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখলেন গ্রামবাসীরা। মৃত শিবায় বসাক (১৯) ফরাক্কা তাপবিদুৎ কেন্দ্র লাগোয়া আধুয়া গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় ফরাক্কা কলেজের প্রথম বর্ষের ছাত্র শিবায় সাইকেলে বাড়ি ফিরছিল। সেই সময় ফরাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে একটি লরি তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যায় ওই কলেজ পড়ুয়া। এরপরই ক্ষুব্ধ গ্রামবাসীরা জাতীয় সড়ক অবরোধ করে। পুলিশের উপরেও হামলা হয় বলে অভিযোগ। রাতে ঘটনাস্থল থেকে মৃতদেহ সরালেও অবরোধ তুলতে পারেনি পুলিশ। গ্রামবাসীর অভিযোগ, লরিগুলি বেপরোয়াভাবে চলাচল করে। প্রশাসনের সামনেই দুষ্কৃতীরা তোলা আদায় করে বলেও অভিযোগ। রবিবার জঙ্গিপুরের মহকুমাশাসক ও মহকুমা পুলিশ আধিকারিক একটি সর্বদলীয় বৈঠক করেন। ঠিক হয়, বেআইনি ও বেপরোয়া যানচলাচল নিয়ন্ত্রণ করা হবে। এরপরই অবরোধ ওঠে। দীর্ঘ এই অবরোধে এনটিপিসি-সহ শিল্প কারখানাগুলির পণ্যবোঝাই গাড়ি আটকে পড়ে। জঙ্গিপুরের মহকুমাশাসক অরবিন্দ কুমার মিনা বলেন, “সড়কে যান চলাচল নিয়ন্ত্রণের ব্যাপারে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। বেআইনি কিছু দেখলেই পদক্ষেপ করা হবে।”
|
তৃণমূলে যোগ দিলেন বেলডাঙা-২ ব্লকের শক্তিপুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের বিরোধী দল নেতা বামদেও দত্ত। রবিবার শক্তিপুরে তৃণমূলের দলীয় দফতরে প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীরের উপস্থিতিতে এই দল বদল হয়। বামদেববাবু বলেন, “কংগ্রেসে থেকে এলাকার উন্নয়ন ব্যাহত হচ্ছে। তাই তৃণমূলে যোগ দিলাম।” বেলডাঙা-২ ব্লক কংগ্রেস সভাপতি ইন্দ্রনীল প্রামাণিক বলেন, “বামদেব দত্তর নামে থানায় অভিযোগ থাকায় দলের পক্ষ থেকে তাঁকে প্রার্থী করা হয়নি। তাই দলত্যাগ করেছেন বামদেববাবু। এতে দল ও সংগঠনের ক্ষতি হবে না।”
|
আহিরণের এই রাস্তা থেকেই সম্প্রতি পাওয়া গিয়েছে গুপ্তযুগের স্বর্ণমুদ্রা। রবিবার জল কামান দিয়ে রাস্তার উপরের মাটি ধুয়ে ফেলা হচ্ছে। রাজ্য প্রত্নতত্ত্ব দফতরের উপ-অধিকর্তা অমল রায় বলেন, “ওই এলাকার রাস্তার মাটির ফুট খানেক নীচ থেকে মুদ্রাগুলি পাওয়া গিয়েছে। তাই আমরা চাইছি পুলিশ-প্রশাসনের সাহায্য নিয়ে রাস্তার ওই পুরো এলাকাটাই পরীক্ষা করে দেখতে।”
|
জাল টাকা-সহ রবি দাস নামে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। রবিবার বিকেলে চাপড়ার শ্রীনগর মোড় থেকে ওই যুবককে পুলিশ ধরে। |