টুকরো খবর |
সিপিএম পার্টি অফিসে ভাঙচুর
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
সিপিএমের জোনাল কার্যালয়ে একদল দুষ্কৃতী লুঠপাট চালাল। শনিবার রাতে উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্রের মারিশদার ওই কার্যালয়ে দুষ্কৃতীরা গ্রিলের তালা ভেঙে ভাঙচুর ও লুটপাট চালায়। রবিবার সিপিএমের পক্ষ থেকে মারিশদা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। অফিসের ওভেন, গ্যাস সিলিন্ডার, নগদ টাকা এমনকী পঞ্চায়েত ভোটের মনোনয়ন সংক্রান্ত কাগজপত্রও তারা লুঠ করে বলে অভিযোগ। |
|
হামলার পরে সিপিএমের জোনাল কার্যালয়।—নিজস্ব চিত্র। |
সিপিএমের মারিশদা জোনাল সম্পাদক কালীপদ শিট বলেন, “রাজনৈতিক উদ্দেশ্যে তৃণমূল ওই ঘটনা ঘটিয়েছে। অন্য কেউ ওই ঘটনা ঘটালে অফিসের আলমারি ভেঙে দলের পঞ্চায়েত ভোট সংক্রান্ত কাগজপত্র নিয়ে যেত না।” যদিও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে জেলা সম্পাদক মামুদ হোসেন বলেন, “পঞ্চায়েত ভোট নিয়ে সিপিএম আতঙ্কিত। তাই রাতের অন্ধকারে চুরি ডাকাতির ঘটনার পেছনেও তৃণমূলের হাত দেখছে।”
|
মহিষাদলে চোলাই উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
অভিযান চালিয়ে কয়েকশো লিটার চোলাই-সহ এক মদ ব্যবসায়ীকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরেই মহিষাদলের হরিখালি এলাকায় নাড়ুগোপাল সাউ নামে এক মুদি দোকানি অবৈধ মদের ব্যবসা করেছিলেন। তাঁর মুদি দোকানের পাশেই একটি গুমটি পানশালা ছিল। খবর পেয়ে শনিবার রাতে এলাকায় অভিযান চালায় পুলিশ। দোকান থেকে উদ্ধার হয় ১৬ ড্রাম চোলাই, দু’পেটি বিয়ারের বোতল ও এক পেটি বিদেশি মদের বোতল। হাতেনাতে গ্রেফতার করা হয় নাড়ুগোপালকে। এ ছাড়াও সেখান থেকে ৭ জনকে পাকড়াও করে পুলিশ। নাড়ুগোপালের বিরুদ্ধে এর আগেও একটি অপহরণের মামলা ছিল বলে জানিয়েছে মহিষাদল থানার পুলিশ।
|
ম্যাটাডর উল্টে জখম
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
কাজে যাওয়ার পথে ট্যাঙ্কারের ধাক্কায় ম্যাটাডর উল্টে জখম হলেন ১৫ জন শ্রমিক। শনিবার দুর্ঘটনাটি ঘটে হলদিয়ার ৪১ নম্বর জাতীয় সড়কের কাষ্ঠখালিতে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে তেরপেখ্যা থেকে ওই ম্যাটাডরে ওঠেন ২০ জন। তাঁরা সকলেই কুকড়াহাটিতে কাজে যাচ্ছিলেন। কাষ্ঠখালির কাছে একটি ডিজেল পাম্প থেকে তেল ভরে বেরোনোর সময় পিছন থেকে একটি তেল ট্যাঙ্কার ধাক্কা মারলে ম্যাটাডরটি উল্টে যায়। জখম ১৫ জনকে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের মধ্যে দু’জনকে কলকাতায় পাঠানো হয়েছে।
|
দুর্ঘটনায় আহত তিন
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
সড়ক দুর্ঘটনায় আহত হলেন একই পরিবারের তিন জন। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে, রূপনারায়ণের সেতুর কাছে ৬ নম্বর জাতীয় সড়কে। আহতদের মেচেদার এক নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, এ দিন সকালে তমলুকের একটি পরিবারের কয়েকজন গাড়িতে কলকাতার দিকে যাচ্ছিলেন। রূপনারায়ণের সেতুর কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একই দিকে যাওয়া এক তেল ট্যাঙ্কারকে ধাক্কা মারে।
|
বধূর অপমৃত্যু
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় এক বধূর ঝুলন্ত দেহ উদ্ধার হল কেশপুরে। মৃতার নাম মিঠু কাপাস (২২)। ঘটনাটি বেঁউচ্যা গ্রামের। শনিবার দুপুরে এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। |
|