|
|
|
|
পরোক্ষে ডিআরএস নিয়ে সুর নরম করলেন সচিন
সংবাদসংস্থা • মুম্বই |
আইসিসি-র সব টেস্ট খেলিয়ে সদস্য দেশই দ্বিপাক্ষিক সিরিজে ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস ব্যবহার করে। শুধু ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও এই প্রযুক্তি ব্যবহারের বিরোধী। সচিন তেন্ডুলকর তাই। কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার অবশ্য রবিবার একটি অনুষ্ঠানে এসে বলেছেন, “ক্রিকেট খেলায় যে কোনও প্রযুক্তি যদি ১০০ শতাংশ সঠিক হয়, আমার মেনে নিতে কোনও সমস্যা নেই। প্রত্যেক খেলাতেই এখন প্রযুক্তির ব্যবহার বাড়ছে। কিন্তু দেখতে হবে প্রযুক্তির অত্যাধিক ব্যবহারে খেলাটাই যাতে নষ্ট না হয়।” ভারতীয় বোর্ডও কি সচিনের মত ডিআরএস ইস্যুতে সুর নরম করবে এ বার?
সচিন এই কথা বলার সময় আবার তাঁর সতীর্থরা ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামার প্রস্তুতিতে ব্যস্ত। দর্শকরা থাকবেন। প্রতিদ্বন্দ্বীরা থাকবেন। কিন্তু তিনি থাকবেন না। বিশ্ব পর্যায়ে এই প্রথম কোনও ক্রিকেট টুর্নামেন্টে সচিনকে ছাড়াই নামতে দেখা যাবে ভারতীয় দলকে।
এবং প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলে মনে করেন, “ভারতীয় দলে দক্ষ তরুণ ক্রিকেটাররা উঠে আসলেও সচিনের অভাব পূরণ করা মোটেও সহজ হবে না। বিশ্বের যে প্রান্তেই হোক না কেন, সচিন মাঠে নামলে তার প্রভাব পড়বেই। দর্শকরাও অধীর অপেক্ষায় থাকেন সচিনের মাঠে নামার জন্য। এক দিনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর সচিন এখন এ সবের বাইরে। শুধু কিংবদন্তি ব্যাটসম্যান না থাকাই নয়, সঙ্গে ইংল্যান্ডের প্রথম দিকের গ্রীষ্মের কঠিন পরিবেশ আর পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াটাও বড় চ্যালেঞ্জ ভারতের। ভুলে গেলে চলবে না, আইপিএলের ঠিক পরেই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ায় ক্রিকেটারদের ফিটনেসও একটা বড় ভূমিকা নেবে। আমার মতে যে দলে যত বেশি ম্যাচউইনার ফিট থাকবে জেতার দিক থেকে এগিয়ে থাকবে সেই দলই।” |
|
|
|
|
|