চলতি ২০১৩-’১৪ অর্থবর্ষে দেশের আর্থিক বৃদ্ধির হার ৬-৬.৫%-এর মধ্যে থাকার আশা করলেও সার্বিক ভাবে আর্থিক অবস্থা নিয়ে এখনও চিন্তিত শিল্পমহল। চটজলদি চাকা ঘুরবে, এমন আশা করছে না তারা। তাদের সেই আশঙ্কার ছাপ পড়েছে সিআইআই-এর আস্থা-সূচকেও। এ বছরে জানুয়ারি-মার্চের পরে এপ্রিল-জুনের ত্রৈমাসিকেও তাই বাণিজ্যের উপর সেই আস্থা-সূচকের খুব একটা হেরফের হয়নি।
দেশের আর্থিক ও রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি ও পরিকাঠামো উন্নয়নে ঘাটতিই এখন শিল্পের কাছে সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। ১৮০টি সদস্য সংস্থার মধ্যে সমীক্ষা চালিয়ে সিআইআই জানিয়েছে, এপ্রিল-জুনে আস্থা সূচক এসে দাঁড়িয়েছে ৫১.২। তার আগের ত্রৈমাসিকে তা ছিল ৫১.৩। আস্থা-সূচকের কার্যত এই এক জায়গাতেই থেমে থাকা ব্যবসার সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তারই প্রতিফলন বলে মনে করছেন সিআইআই-এর ডিরেক্টর জেনারেল চন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায়। তাই তাঁর বক্তব্য, দ্রুত চাকা ঘুরবে, এই আশাকে ঘিরে প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে।
সংস্থাগুলি সমীক্ষায় জানিয়েছে, তাদের আশঙ্কা, এ বার পাইকারি সূচকের ভিত্তিতে মূল্যবৃদ্ধির হার ৭% ছাড়াবে। এই আশঙ্কা একেবারেই ভাল খবর নয়, মনে করছেন চন্দ্রজিৎবাবু। তাঁর বক্তব্য, বরং তা কম হলে তবেই রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার কমানোর সুযোগ পাবে। যা আখেরে আর্থিক বৃদ্ধিকে টেনে তুলতে পারে। তাই পাইকারি মূল্যবৃদ্ধির হারের উপর নজর শিল্পমহলের। |