সাব লিজে জমি বা ফ্ল্যাট বিক্রি অবৈধ হওয়ায় মাটিগাড়ার উত্তরায়ণ উপনগরীর বাসিন্দাদের একাংশ যে সমস্যায় পড়েছেন, তার দায় নিতে রাজি নন রাজ্যের প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য।
শনিবার দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে সাফ জানিয়ে দেন বাসিন্দারা সমস্যা নিয়ে যে দাবি তুলেছেন সে ব্যাপারে তাঁর সমর্থন রয়েছে। তবে সে সময় তিনি পুর এবং নগরোন্নয়ন দফতরের মন্ত্রী এবং শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান থাকলেও ওই প্রকল্পের সঙ্গে এসজেডিএ-র বা পুর ও নগরোন্নয়ন দফতরের কোনও সম্পর্ক ছিল না। সরকারের তরফে সে সময় উপনগরী নির্মাতা সংস্থার সঙ্গে চুক্তি করে জমি দেওয়া হয়েছিল। তবে বাম আমলে ভূমি ও ভূমি সংস্কার দফতর ওই সংস্থাকে সাব লিজে জমি বা ফ্ল্যাট বিক্রির বৈধতা দিয়েছিল। কেন? সে ব্যাপারে কিছুই জানেন না তিনি বলে অশোকবাবুর দাবি। অথচ প্রাক্তন চেয়ারম্যান বা মন্ত্রী হিসাবে তাঁর নাম জড়িয়ে অভিযোগ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তাঁর দাবি, “আবাসিক সমিতির মঞ্চকে রাজনৈতিক উদ্দেশ্যে কিছু লোক ব্যবহার করতে চাইছেন। তারা তৃণমূল ঘনিষ্ঠ। তাঁদের বিরুদ্ধে মানহানির মামলা করব।” যদিও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের দাবি, “অশোকবাবুকেই এর দায় নিতে হবে। কেন না তাঁরা ক্ষমতায় থাকার সময়ই অবৈধ ভাবে সাব লিজ দেওয়ার ব্যবস্থা হয়েছে। বর্তমান সরকার ওই অবৈধ প্রক্রিয়ার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে।”
অশোকবাবুর পাল্টা দাবি, চুক্তি মোতাবেক এসজেডিএ এবং সরকার ওই প্রকল্প থেকে ৮ শতাংশ করে শেয়ার পাবে বলে ঠিক হয়। এবং ২০ একর জমি এসজেজিএকে দেওয়ার কথা হয়। উপনগরীর এলাকায় যে সমস্ত নির্মাণ কাজ হবে সে ক্ষেত্রে এসজেডিএ-র অনুমোদন নেওয়ার বিষয়টি রয়েছে। উপনগরী প্রকল্পে জমি, ফ্ল্যাট সাব লিজ নিয়েছেন ৬২৮ জন। বাকিরা ‘অ্যাসাইনমেন্ট’ পদ্ধতিতে জমি বা ফ্ল্যাট কিনেছেন। |