গরুবাথানের তৃণমূল নেতা খুশনারায়ণ সুব্বার বাড়িতে আগুন লাগানোর অভিযোগে ধৃত মোর্চা কাউন্সিলর চন্দ্র ইয়নজনকে শর্তাধীন জামিনে মুক্তি দিল কালিম্পং আদালত। শনিবার ওই আদালতে জামিনের আর্জি শুনানি হয়। আদালত সূত্রের খবর, বিচারক প্রতি ১৫ দিন অন্তর চন্দ্রবাবুকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, হাজিরার দিন ছাড়া অন্য সময়ে আপাতত তিনি গরুবাথানে ঢুকতে পারবেন না বলেও নির্দেশ দিয়েছে আদালত। ওই শর্ত অমান্য করলে জামিন বাতিল হেবে বলেও কোর্ট স্পষ্ট করে দিয়েছে। ২৩ মে গ্রেফতার হন চন্দ্রবাবু। তাঁর জামিন মিললেও রাজ্যে সরকারের তরফে লিখিত আশ্বাসের দাবিতে অনড় থেকে অনশন আন্দোলন প্রত্যাহার করতে রাজি হননি মোর্চা সভাপতি বিমল গুরুঙ্গ। সরকারি তরফে অবশ্য এ দিনও পাহাড়ের দুর্যোগ পরিস্থিতির কথা মাথায় রেখে অনশন আন্দোলন প্রত্যাহারের আর্জি জানানো হয়েছে।
|
গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগে স্বামী, শ্বাশুড়ি ও ভাসুরকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল মালদহ আদালত। শনিবার মালদহের অতিরিক্ত জেলা দায়রা বিচারক (ফাস্ট ট্র্যাক দ্বিতীয় আদালত) ভাস্কর ভট্টাচার্য এই নির্দেশ দিয়েছেন। কারাদণ্ডের পাশাপাশি ১২ হাজার টাকার জরিমানার নির্দেশও দেন তিনি। জরিমানার ৮০ শতাংশ টাকা মৃত মহিলার নাবালক দুই শিশু পুত্রকে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। পুরাতন মালদহের চর কাদিরপুর গ্রামের আশারানী মণ্ডলকে ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে পুড়িয়ে মারার অভিযোগ দায়ের হয়। বধূ হত্যার অভিযোগে স্বামী ননদ-সহ মোট ৬ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। প্রায় দুই বছর মামলা চলার পর এ দিন দোষীদের সাজা ঘোষণা করা হয়। |