রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনের ব্যালট কেড়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের ঘটনা। তমোনাশ চৌধুরী নামে এক প্রার্থী শনিবার কাউন্সিলের ভোটের রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করেন, কোনও বিজ্ঞপ্তি না দিয়েই বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষের ঘর থেকে ভোটারদের ব্যালট বিলি করা হয়েছে। এর পরে তৃণমূলের কিছু সমর্থক অন্যদের ভয় দেখিয়ে সেই ব্যালট কেড়ে নিয়েছে। যদিও কলেজের তৃণমূল সমর্থক কর্মচারি ইউনিয়ন তা অস্বীকার করেছে।
অ্যাসোসিয়েশন অব হেল্থ সার্ভিস ডক্টরস, ওয়েস্ট বেঙ্গলের বর্ধমান শাখা তরফে জানানো হয়, প্রতিবার মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনের আগে ডাক মারফত ব্যালটগুলি কাউন্সিলের সদস্য চিকিৎসকদের হাতে পৌঁছয়। কিন্তু এ বার ডাকবিভাগ থেকে তা না করে ওই ব্যালটগুলি সরসরি অধ্যক্ষের ঘরে পৌঁছিয়ে দেওয়া হয়েছিল। সেখান থেকে সেগুলি বিলির সময়ে ওই ঘরের বাইরে দাঁড়িয়ে থাকা তৃণমূলপন্থী কয়েক জন প্রায় সব ভোটারদের কাছ থেকেই তা কেড়ে নেয়। এই ঘটনায় বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষা মঞ্জুশ্রী রায় বলেন, “ই-মেলে তমোনাশবাবুর অভিযোগ পেয়েছি। আমি বিজ্ঞপ্তি দিয়েছি। ডাকবিভাগের দিয়ে যাওয়া খামের উপর শুধুমাত্র ভোটারদের নাম লেখা ছিল। তাই আমি প্রত্যেক ভোটারকে ডেকে তাঁদের পরিচয়পত্র দেখে ওই ব্যালট তাদের হাতে তুলে দিয়েছি। আমার ঘরের বাইরে কী হয়েছে, তা আমার জানার কথা নয়।” বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের তৃণমূল সমর্থক কর্মচারী ইউনিয়ানের নেতা সমীর চক্রবর্তী বলেন, “মেডিক্যাল কাউন্সিলের কোনও ভোটারের কাছ থেকে ভোটপত্র কেড়ে নেওয়া হয়নি। অভিযোগ মিথ্যা।”
|