রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ উঠল তৃণমূল সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে। এ নিয়ে নির্বাচনের রিটার্নিং
অফিসার তথা মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার দিলীপ ঘোষের কাছে অভিযোগ করেছে বামপন্থী সংগঠন ‘অ্যাসোসিয়েশন অফ হেলথ
সার্ভিস ডক্টর্স’। তৃণমূল সমর্থিত প্রার্থী অভিজিত্ ভক্ত অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন।
ঘটনার সূত্রপাত শনিবার সকালে, নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে। অভিযোগ, নির্বাচনের জন্য ওই হাসপাতালের বিভিন্ন চিকিত্সকের নামে রেজিস্টার্ড পোস্টে পাঠানো ব্যালট হাতে হাতে না দিয়ে এক সঙ্গে অধ্যক্ষের অফিসে সেগুলি পাঠানো হয়। সেই চিঠি সই করে নেন অধ্যক্ষের দফতরের এক কর্মী। পরে চিকিত্সকদের ডেকে তাঁদের হাতে ব্যালট পেপার দেন অধ্যক্ষ শ্রীকান্ত পুরকায়স্ত। বামপন্থী চিকিত্সকদের অভিযোগ, সেই সময় অধ্যক্ষের দফতরে হাজির ছিলেন অভিজিত্ ভক্ত ও তাঁর সঙ্গীরা। চিকিত্সকদের হাত থেকে তাঁরাই ব্যালট পেপার ছিনতাই করে নেন। শ্রীকান্তবাবু ওই অভিযোগ নিয়ে মুখ খুলতে রাজি হননি। আর দিলীপবাবুর বক্তব্য, “অভিযোগ পেয়েছি। চিকিত্সকদের নামে পাঠানো রেজিস্টার্ড ব্যালট কী ভাবে অধ্যক্ষের ঘরে গেল, তা খতিয়ে দেখা হবে।” |