২০১৩ সালের শিক্ষাবর্ষে এমবিবিএসের তৃতীয় বর্ষের পঠনপাঠনের অনুমোদন দেওয়ার আগে ফের মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলল মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া। পরিকাঠামো বিষয়ে পাঁচটি সমস্যার কথা উল্লেখ করে কাউন্সিলের তরফে মেল পাঠিয়ে মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও রাজ্য স্বাস্থ্য দফতরকে জানানো হয়েছে। পরিকাঠামোর খামতি দূর করা না হলে তৃতীয় বর্ষের পঠনপাঠনের অনুমোদন দেওয়ার ক্ষেত্রে অসুবিধা হবে। গত বৃহস্পতিবার ওই মেল পৌঁছতে নড়েচড়ে বসেন মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও মেডিক্যাল কলেজের অধ্যক্ষ উচ্ছ্বল ভদ্র-এর দাবি, “মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া পরিকাঠামোর যে পাঁচটি সমস্যার উল্লেখ করেছেন সেটার পুরোটা সঠিক নয়। আমরা ১৫ দিনের মধ্যে কাউন্সিলকে সব জানিয়ে চিঠি পাঠাব। পরিকাঠামোর যে সমস্যা রয়েছে, সেগুলি দ্রুত মেটানো হবে। তৃতীয় বর্ষের পঠনপাঠনের অনুমোদন পাব।” মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, কাউন্সিলের তরফে জানানো হয়েছে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মী সংখ্যা কম। ইনটেনসিভ কেয়ার ইউনিট নেই। জুনিয়র চিকিত্সকদের থাকার হস্টেল নেই। ১২০ জন ছাত্র বসতে পারে এমন ক্লাস ঘর নেই। কমিউনিটি মেডিসিন বিভাগের গাড়িও নেই।
|
চার্চের উদ্যোগ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্যে এ বছর আর্সেনিকমুক্ত জলের এক হাজারটি উৎস তৈরি করে দিতে চায় বিলিভার্স চার্চ, কলকাতা ডায়োসেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক চিঠিতে শনিবার এই প্রস্তাব দিয়েছে তারা। চার্চের তরফে বিশপ জুরিয়া বর্ধন জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে পরামর্শ করেই উৎসগুলি বসানো হবে। মুখ্যমন্ত্রী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। পঞ্চায়েত নির্বাচন হয়ে গেলে বিষয়টি নিয়ে চার্চ কর্তৃপক্ষের সঙ্গে তিনি আলোচনায় বসবেন বলেও জানান মুখ্যমন্ত্রী।
|
আর্সেনিক-মুক্ত জলের জন্য প্রস্তাব
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্যে এ বছর আর্সেনিক মুক্ত জলের এক হাজারটি উত্স তৈরি করে দিতে চায় বিলিভার্স চার্চ, কলকাতা ডায়োসেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক চিঠিতে শনিবার এই প্রস্তাব দিয়েছে তারা। চার্চের তরফে জুরিয়া বর্ধন জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে পরামর্শ করেই উত্সগুলি বসানো হবে। মুখ্যমন্ত্রী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। পঞ্চায়েত নির্বাচন হয়ে গেলে বিষয়টি নিয়ে চার্চ কর্তৃপক্ষের সঙ্গে তিনি আলোচনায় বসবেন বলেও জানান মমতা। |