কালাশনিকভ হাতে নিরাপত্তারক্ষী ছিলই। সঙ্গে এ বার থেকে বুলেটপ্রুফ গাড়িও। ছত্তীসগঢ়ের সুকমায় কংগ্রেস নেতাদের উপর মাওবাদী হামলার জেরে তৃণমূলের তিন সাংসদ মুকুল রায়, শিশির অধিকারী ও শুভেন্দু অধিকারীর জন্য এ রাজ্যের মাওবাদী-প্রভাবিত এলাকায় বুলেটপ্রুফ গাড়ি বরাদ্দ করল রাজ্য স্বরাষ্ট্র দফতর। শনিবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। তবে শুভেন্দু সেই গাড়ি নেবেন না বলে স্বরাষ্ট্র দফতরকে জানিয়ে দিয়েছেন।
সুকমার ঘটনার অব্যবহিত পরে গত ২৭ মে পশ্চিমবঙ্গকে পাঠানো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সতর্কবার্তা অনুযায়ী, নতুন পরিস্থিতিতে মাওবাদী এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং তৃণমূলের ওই তিন সাংসদের জীবনের ঝুঁকি অনেকটাই বেড়ে গিয়েছে। মমতা এবং বুদ্ধদেববাবুর জন্য নিরাপত্তার বাড়ানোর পাশাপাশি তাই ওই তিন সাংসদের জন্য মাওবাদী-প্রভাবিত এলাকায় বুলেটপ্রুফ গাড়ি বরাদ্দ করা হয়েছে। প্রাথমিক ভাবে স্থির হয়েছে, জঙ্গলমহলে যাতায়াতের জন্য ওই তিন সাংসদকেই বুলেটপ্রুফ এসইউভি দেওয়া হবে।
স্বরাষ্ট্র দফতর সূত্রের খবর, সামগ্রিক ভাবে জঙ্গলমহলের তিনটি জেলা অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়া তো বটেই, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর ও বীরভূম জেলার কোনও কোনও এলাকায় ওই তিন সাংসদ সফরে গেলে তাঁদের বুলেটপ্রুফ গাড়ি দেওয়া হবে। কারণ পূর্ব মেদিনীপুর ও বীরভূমের কয়েকটি এলাকাতেও ওই তিন সাংসদের উপর মাওবাদী হামলার আশঙ্কা রয়েছে বলে গোয়েন্দারা মনে করেন।
জেড প্লাস স্তরের নিরাপত্তা বলয় বরাদ্দ রয়েছে বলে সব সময়েই মুখ্যমন্ত্রীর জন্য বুলেটপ্রুফ গাড়ির বন্দোবস্ত থাকে। কিন্তু জঙ্গলমহল ছাড়া অন্যত্র তিনি ওই গাড়ি ব্যবহার করতে রাজি হননি। জঙ্গলমহলে অবশ্য মমতা বুলেটপ্রুফ এসইউভি-ই ব্যবহার করেন। জেড প্লাস নিরাপত্তা পাওয়া প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য অবশ্য অধিকাংশ সময়ে যাতায়াত করেন একটি বুলেটপ্রুফ সরকারি অ্যাম্বাসাডরেই।
তবে স্বরাষ্ট্র দফতর সূত্রের খবর, তৃণমূলের তিন সাংসদের মধ্যে শুভেন্দু অধিকারী শুক্রবারই পুলিশকে জানিয়ে দিয়েছেন, ব্যক্তিগত কারণে তিনি বুলেটপ্রুফ গাড়ি নেবেন না। সে ক্ষেত্রে সরকার কী করবে?
স্বরাষ্ট্র দফতরের এক কর্তা বলেন, “আমাদের হিসেবে, তিন সাংসদের মধ্যে মাওবাদী প্রভাবিত এলাকায় শুভেন্দু অধিকারীর ঝুঁকিই বেশি। রাতবিরেতেও তিনি ওই এলাকা দিয়ে যাতায়াত করেন। অথচ শুভেন্দুবাবু বুলেটপ্রুফ গাড়ি নিতে রাজি নন। আমরা অবশ্য বুলেটপ্রুফ গাড়ির ব্যবস্থা রাখব।” রাজ্য প্রশাসন প্রাথমিক ভাবে সিদ্ধান্ত নিয়েছে, মাওবাদী-প্রভাবিত এলাকায় পঞ্চায়েত ভোটের প্রচারের সময়ে সুকুমার হাঁসদা ও শান্তিরাম মাহাতোর মতো রাজ্যের কয়েক জন মন্ত্রী এবং সিপিএমের কয়েক জন নেতাকেও বুলেটপ্রুফ গাড়ি দেওয়া হবে। |