ইএসআই-এর আওতায় থাকা শ্রমিক-কর্মচারীরা গুরুতর রোগের ক্ষেত্রে বেসরকারি হাসপাতালে চিকিৎসার যে সুযোগ পান, তা রাজ্য সরকার বাতিল করছে বলে অভিযোগ তুলল সিটু।
সংগঠনের সভাপতি শ্যামল চক্রবর্তীর অভিযোগ, “শ্রমিক স্বার্থের কথা বলে ক্ষমতায় এসে রাজ্যে তৃণমূল শাসিত সরকার শ্রমিকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে।” সরকার এই সিদ্ধান্ত পরিবর্তন না করলে সিটু পথে নামবে বলে শ্যামলবাবু জানান। রাজ্যে ইএসআই-এর আওতাভুক্ত শ্রমিক-কর্মচারী ১১ লক্ষ। তাঁদের পরিবারের সদস্য ধরলে প্রায় ৫০ লক্ষ মানুষ ইএসআই-এর সুযোগ থেকে বঞ্চিত হবেন।
রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইএসআই-এর আওতাভুক্ত ক্যানসার-আক্রান্ত ও অন্যান্য সঙ্কটজনক রোগীরা আর বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে পারবেন না। তাঁদের সরকারি হাসপাতাল এনআরএস বা মেডিক্যাল কলেজে চিকিৎসা করতে হবে।
রাজ্যের প্রাক্তন শ্রমমন্ত্রী অনাদি সাহু বলেন, “এত দিন সঙ্কটজনক রোগীরা আমরি, আরএন টেগোর বা অ্যাপোলোর মতো বেসরকারি হাসপাতালে চিকিৎসার সুযোগ পেতেন। কিন্তু রাজ্য সরকার এর জন্য আর টাকা দিতে পারবে না বলে জানিয়েছে। তাই সরকার এই সব হাসপাতালের সঙ্গে চুক্তি ছিন্ন করেছে।”
|
দমদম স্টেশনের কাছে নতুন একটি হাসপাতাল চালু করল আইএলএস হসপিট্যালস। সল্টলেক, আগরতলার পর এটি তাদের তৃতীয় হাসপাতাল। সংস্থা কর্তা ওম তাঁতিয়ার দাবি, এখানে বিশেষ ট্রমা কেয়ার ইউনিট ও আপৎকালীন চিকিৎসার ব্যবস্থা আছে। রয়েছে ১৩০টি শয্যা। |