সম্প্রতি শিশির মঞ্চে ‘শব্দতীর্থ’ আয়োজিত অনুষ্ঠানে কবিতা পড়লেন অনেকেই। তার মধ্যে কেশবরঞ্জনের কবিতার শেষ পঙ্ক্তির সংবর্ধিত কথায় ‘বেজেছিল শঙ্খধ্বনি’। অরুণাভ বিশ্বাস, অনন্যা চক্রবর্তী, বাসবদত্তা মজুমদারের কবিতাগুলিও মনোগ্রাহী। জীবনানন্দ, প্রমথনাথ ও শক্তির কবিতা পাঠে ছিলেন ঈশিতা দাস অধিকারী ও আশিস ঘোষ। পরে গানের অনুষ্ঠানে ছিলেন বেলা সাধুখাঁ, স্বাতী ভট্টাচার্য প্রমুখ শিল্পী। সুদীপ্তা মিত্র ও রুবি চট্টোপাধ্যায়ের সঞ্চালনা প্রশংসনীয়।
|
সম্প্রতি ইন্দুমতী সভাগৃহে ‘কাব্যালোক’ শ্রদ্ধা জানাল প্রয়াত শিল্পী গোরাচাঁদ মুখোপাধ্যায়কে। এ দিনের উল্লেখযোগ্য সঙ্গীত শিল্পীরা হলেন গৌতম মিত্র, সুস্মিতা দত্ত, গিনিমালা দে, সুবীর নন্দী, কৃষ্ণেন্দু সেন, মালবিকা ভট্টাচার্য, প্রতিমা গঙ্গোপাধ্যায় ও মনোশ্রী লাহিড়ি। আবৃত্তিতে ছিলেন সুজিত দত্ত। সুস্মিতা ‘সজনী গো’, গিনিমালা গাইলেন ‘কত গান হারালাম’। আবৃত্তিতে সুজিত দত্ত শোনালেন ‘বনলতা সেন’। |