উত্তর কলকাতা
নয়া উদ্যোগ
‘কোনি’দের জন্য
ফের শুরু হল সাঁতারুদের জন্য হস্টেল তৈরির কাজ। বছর দু’য়েক আগে এই পরিকল্পনা করা হলেও অর্থ এবং জায়গার অভাবে তা থমকে যায়। সম্প্রতি সে কাজ ফের শুরু করল রাজ্য সরকার। উত্তর কলকাতার দেশবন্ধু পার্কের কাছেই ক্যানাল ইস্ট রোডে যে বাস টার্মিনাসটি তৈরি হচ্ছে তারই উপরের তলগুলি হস্টেল হিসেবে ব্যবহৃত হবে।
ক্রীড়ামন্ত্রী মদন মিত্র বলেন, “রাজ্য সরকার সাঁতারুদের জন্য এই প্রকল্প বাস্তবায়িত করতে উদ্যোগী। স্থানীয় বিধায়ক তথা রাজ্য ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডের উদ্যোগে এই কাজ শুরু হয়েছিল। রাজ্য সরকারও এ কাজে এগিয়ে এসেছে। কারণ, সাঁতার প্রতিযোগীদের জন্য উন্নত মানের থাকার জায়গার খুব প্রয়োজন। এ ব্যাপারে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া (সাই)-র সঙ্গেও কথা হয়েছে।”
ক্যানাল ইস্ট রোডে বাসস্ট্যান্ডের সামনেই গড়ে উঠছে দোতলা এই হস্টেল। এখানে লিফট ছাড়াও বড় কনফারেন্স রুম, ডাইনিং রুম, এবং একটি তলায় ইনডোর গেমসের ব্যবস্থা থাকবে।
পশ্চিমবঙ্গ পরিবহণ উন্নয়ন নিগম পর্ষদের এক আধিকারিক জানান, ক্যানাল ইস্ট রোডে পরিবহণ দফতর একটি বাস টার্মিনাস তৈরির সিদ্ধান্ত নিয়েছে। এই বাস টার্মিনাস তৈরির জন্যই খালধারের ফাঁকা জায়গায় নির্মাণ কাজ শুরু হয়। এই বাড়িটি যাতে চারতলা করা যায় সে ভাবে পরিকাঠামো তৈরি হয়েছে। আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বাড়িটির উপরের তলাগুলি ব্যবহার করা হবে হস্টেল হিসেবে। এই হস্টেলে ৮০টিরও বেশি ঘর থাকবে। আপাতত বাড়িটির দোতলা পর্যন্ত তৈরি করতেই অর্থ বরাদ্দ করা হয়েছে এক কোটি টাকা।
স্থানীয় বিধায়ক সাধন পান্ডে বলেন, “আমি এই হস্টেল তৈরির পরিকল্পনা করেছিলাম। ক্রীড়া দফতরকে বিষয়টি জানাই। অর্থাভাবে প্রকল্পটি আটকে ছিল। আমি বিভিন্ন সংস্থার কাছে এই প্রকল্পের জন্য অর্থসাহায্য করতে অনুরোধ করেছি। আমিও বিধায়ক তহবিল থেকে অর্থ দেব।”

ছবি: স্বাতী চক্রবর্তী




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.