নদীতে ভেসে উঠছে মরা মাছ
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
নদীতে ভেসে উঠল হাজার হাজার মরা মাছ। ঘটনাটি ঘটেছে শিবসাগরে। পুলিশ জানায়, আজ সকালে দিখৌ নদীর পারে থাকা মানুষজন দেখেন জলে প্রচুর মরা মাছ ভাসছে। ক্রমেই মরা মাছের সংখ্যা বাড়তে থাকে। পুলিশ ও প্রশাসন এই মাছ খেতে নিষেধ করলেও স্থানীয় বাসিন্দারা প্রচুর মাছ জল থেকে তুলে নিয়ে যান। প্রাথমিক সন্দেহ, কোনও কারখানা থেকে জলে বিষাক্ত রাসায়নিক মেশার ফলেই এমন ঘটনা ঘটেছে।
|
বিশ্বের উষ্ণায়ন রুখতে ছাত্রছাত্রীদের উদ্যোগী হতে পরামর্শ দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এনার্জি স্টাডিজ। শুক্রবার বিজনেস স্কুল আইবিএস-এর সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন স্কুল অফ এনার্জি স্টাডিজের শিক্ষক সুজয় বসু। সেখানে তিনি বলেন, “জ্বালানির অপচয় বন্ধ কর। উষ্ণায়ন বাড়ছে। তা রুখতে উদ্যোগী হও।” এ দিন আইবিএস-এর সমাবর্তন অনুষ্ঠিত হয় কলামন্দিরে। ওই বিজনেস স্কুলের ২০১৩ সালের স্নাতকদের হাতে শংসাপত্র দেন সুজয়বাবু। |