দাঁড়িয়ে থাকা ম্যাটাডরের সঙ্গে লরির ধাক্কায় মৃত্যু হল চার জনের, আহত এক। শুক্রবার, হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ের বেতড় মোড়ের কাছে। এ দিনই শবদাহ করতে যাওয়ার পথে বালির দুই নম্বর জাতীয় সড়কে ম্যাটাডরের সঙ্গে লরির ধাক্কায় আহত হন সাত শবযাত্রী। পুলিশ জানায়, প্রথম ঘটনায় একটি দোকানে ম্যাটাডর থেকে আম নামাচ্ছিলেন তিন খালাসি। তখনই একটি লরির সামনের চাকা ফুটো হয়ে নিয়ন্ত্রণ হারালে সেটি ধাক্কা মারে ম্যাটাডরটিকে। পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিন খালাসি শক্তি যাদব (৩৬), ফুলদেব যাদব (১৯), জয়দেব নস্কর (২৪) ও চালক জ্ঞানরঞ্জন রায় (৩৬)। আহত লরিচালক জলেশ্বর যাদব হাসপাতালে ভর্তি। হাসপাতালে মৃত ঘোষণা করা হয় ম্যাটাডর চালককে। এ দিকে, নিশ্চিন্দা মধ্যপাড়া থেকে ম্যাটাডরে শ্মশানে যাচ্ছিলেন ১৫-১৬ জন শবযাত্রী। অভিযোগ, একটি লরি ম্যাটাডরটিকে ধাক্কা মারলে ছিটকে পড়েন যাত্রীরা। আহত সাত জনের মধ্যে চার জন সুকুমার পোদ্দার, সুনীল বসাক, রিন্টু দে ও অভি বসাকের আঘাত গুরুতর। অভির বাঁ হাত কনুই থেকে কেটে ছিটকে পড়ে। আসে পুলিশ। আহতরা হাসপাতালে ভর্তি।
|
চার দিন আগে মোটরবাইকের ধাক্কায় গুরুতর জখম শ্রীরামপুরের এক যুবকের মৃত্যু হল হাসপাতালে। শুক্রবার সকালে মৃত ওই যুবকের নাম সঞ্জীব দেবনাথ (৩২)। তাঁর বাড়ি শ্রীরামপুরের মাসির বাড়ি এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে একটি বিস্কুট কারখানার কর্মী সঞ্জীব কাজ থেকে সাইকেলে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছেই জাননগর রোড এবং জি টি রোডের সংযোগস্থলে একটি মোটরবাইক বেপরোয়া গতিতে এসে তাঁকে ধাক্কা মেরে পালায়। রাস্তায় ছিটকে পড়েন সঞ্জীব। প্রথমে তাঁকে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় পরে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করানো হয়। শুক্রবার সেখানেই তিনি মারা যান। এই খবর এলাকায় পৌঁছতেই স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। তাঁদের অভিযোগ, জি টি রোডের ওই জনবহুল জায়গায় দ্রুতগতিতে চলা যানবাহন নিয়ন্ত্রণে ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। পরে পুলিশ অভিযুক্ত এক মোটরবাইক আরোহীকে গ্রেফতার করে। পুলিশ জানায়, ওই মোটরবাইকে আরও দু’জন ছিল। তাদের খোঁজ চলছে।
|
ডানকুনির একটি অফিসে ঢুকে আচমকাই গুলি চালাল দুষ্কৃতীরা। ঘটনাচক্রে সে সময়ে ওই অফিসে কেউ ছিলেন না। শুক্রবারের ওই ঘটনায় তদন্তে সেখানে যান হুগলির অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল) অমিতাভ বর্মা। পুলিশ জানায়, এ দিন ডানকুনির চৌরাস্তার মোড়ের অদূরে একটি অফিসে দুষ্কৃতীরা হানা দেয়। এক রাউন্ড গুলিও চালায় তারা। ওই অফিসটি নবীনচন্দ্র ঝাঁ নামে এক ব্যবসায়ীর।
|
আগ্নেয়াস্ত্র-সহ এক যুবক ধরা পড়ল পুলিশের হাতে। ক্যানিংয়ের জীবনতলা থানার দেঙলির গাংচর থেকে ধৃত যুবকের নাম জাফর মোল্লা। তার কাছ থেকে একটি পাইপগান, ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, ২০১১ সালের অগস্টে মেছোভেড়ি পাহারা দিয়ে ফেরার পথে খুন হন মঈনুদ্দিন মোল্লা। খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত জাফর। |