|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
বর্ণের উদাত্ত বৈভবে উজ্জ্বল |
মৃণাল ঘোষ |
ওড়িশার প্রান্তিক জীবন থেকে এক কিশোর কলকাতায় এসে পড়েছিল জীবিকার সন্ধানে। চন্দন নায়ক কেমোল্ড গ্যালারিতে সম্প্রতি অনুষ্ঠিত তাঁর দ্বিতীয় এককে দেখালেন চিত্রী হিসেবে তাঁর স্বকীয় বোধকে অনেকটাই উন্মীলিত করতে পেরেছেন। |
|
অ্যাক্রিলিকে আঁকা ২০টি ছবি বর্ণের উদাত্ত বৈভবে উজ্জ্বল। ওড়িশার পাহাড়ি নিসর্গ এঁকেছেন। এঁকেছেন গাছের ডালে বসে থাকা সারিবদ্ধ প্যাঁচা। তাতে কোথাও কোথাও রবীন মণ্ডলের ছবির ছায়া এসেছে। এটা কাটিয়ে উঠতে তাঁর বেশি সময় লাগবে না। তাঁর ভালবাসায় উত্তরণের প্রতিশ্রুতি আছে। |
|
প্রদর্শনী
চলছে
সিমা: ‘সামার শো’ ২১ জুলাই পর্যন্ত।
ক্রাফিটি স্টুডিয়ো: সঞ্জয় দে, গোপাল প্রমুখ কাল শেষ।
বিড়লা অ্যাকাডেমি: জয়া, শম্পা প্রমুখ কাল শেষ।
অ্যাকাডেমি: প্রবীর, অনির্বাণ, নিহার ৫ জুন পর্যন্ত।
চিত্রকূট: সামার সেলিব্রেশন ৫ পর্যন্ত।
অজন্তা আর্ট গ্যালারি: প্রদীপ্ত ঘোষ ৫ জুন পর্যন্ত। আকার প্রকার: গোপাল ২৭ পর্যন্ত। |
|