প্রাপ্ত নম্বর ৬৩৬। দেড়শো সহপাঠীকে পেছনে ফেলে স্কুলের মেধা তালিকার শীর্ষে গৌরব ভৌমিক। তবু উচ্ছাস নেই। মাসখানেক আগে কোচবিহারের দিনহাটা স্টেশনপাড়ার বাসিন্দা গৌরব ভৌমিকের বাবা গৌরবাবুর মৃত্যু হয়। সেদ্ধ সুপারি কেটে সংসার চালাতেন তিনি। তবু ছেলেকে চিকিৎসক করার স্বপ্ন ছিল তাঁর। বিজ্ঞান বিভাগে নব্বই শতাংশের বেশি নম্বর নিয়ে পাশ করে স্কুল-সেরার আসন পেলেও আর্থিক অনটনে বাবার স্বপ্নপূরণ হবে না ধরেই নিয়েছে গৌরব। তাই সেরা হওয়ার উচ্ছাস নেই গৌরবের মুখে। তাঁর মা সুলেখা দেবী বলেন, “জানি না কী করে কী হবে! তবে বিপিএল হলেও ছেলেকে ডাক্তার করার স্বপ্ন দেখতেন গৌরবের বাবা। তাই প্রয়োজন পড়লে আমি নিজে কিছু একটা কাজের ব্যবস্থা করে নেব। এমনকী দরকার হলে প্রতি দিনের খাওয়ার খরচ কমিয়ে ছেলেকে পড়াশোনা করাব।” অভাব অনটনেও পড়াশোনা চালিয়ে মাধ্যমিকে গৌরব বাংলায় ৮৪, ইংরেজিতে ৯১, অঙ্কে ৯৩, ভৌতবিজ্ঞানে ৯৭, জীবনবিজ্ঞানে ৯৪, ইতিহাসে ৮৩, ভূগোলে ৯৪ পেয়েছে।
|
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক মহিলার ও চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ২৫ জন। বৃহস্পতিবার চোপড়া কালাগছ মোড়ে। পুলিশ আর স্থানীয় সূত্রে জানানো হয়েছে। মৃতার নাম রেণু দে (২৭)। বাড়ি শিলিগুড়ি দেশবন্ধুপাড়ায়। তাঁর স্বামী ও ছেলে আহত হন। তাঁরা স্বামীর কর্মস্থল রায়গঞ্জে যাচ্ছিলেন। দুর্ঘটনায় মারা যান চালক দুর্গাপ্রসাদ দাস (৫৬)। বাড়ি কালিয়াগঞ্জে। আহতদের ১০ জনকে উত্তরবঙ্গ মেডিক্যালে ভর্তি করানো হয়।
|
বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপের প্রভাবে ৪৮ ঘণ্টা উত্তরবঙ্গ ও সিকিমে বৃষ্টি জারি থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে বৃহস্পতিবার বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে। এদিন বিকেল থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়িতে। এ অবস্থা সিকিমেও। উত্তর ও পূর্ব সিকিমে এদিন দিনভর বৃষ্টি চলেছে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে। সিকিমের রাধানী গ্যাংটকেও কখনও ইলশেগুড়ি কখনও মাঝারি বৃষ্টি হয়। কেন্দ্রীয় আবহাওয়া দফতর সিকিমের আধিকারিক গোপীনাথ রাহা বলেন, “উপগ্রহ চিত্র অনুযায়ী ৪৮ ঘণ্টা উত্তরবঙ্গ, সিকিমের আকাশে ঘন মেঘ থাকবে বলে জানা যাচ্ছে।” |