কমিশনকে চিঠি বিমানের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
হাওড়া লোকসভার উপনির্বাচনে অবাধ এবং সুষ্ঠু ভোটদান নিশ্চিত করতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের হস্তক্ষেপ চাইলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বৃহস্পতিবার তিনি কেন্দ্রীয় নির্বাচন কমিশনারকে চিঠি লিখে অভিযোগ করেছেন, হাওড়ায় উপনির্বাচনে বামেদের প্রচারে বাধা দিচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ আচরণবিধি লঙ্ঘন করছেন। পুলিশ-প্রশাসনের একাংশকে কাজে লাগিয়ে ক্ষমতার অপব্যবহার করছে শাসক দল। বালি এবং উত্তর হাওড়ায় বামফ্রন্ট কর্মীদের তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আক্রমণ করেছে। মধ্য হাওড়া, শিবপুর, দক্ষিণ হাওড়া, সাঁকরাইল এবং পাঁচলাতেও বামেরা সন্ত্রাসের শিকার বলে ফ্রন্ট চেয়ারম্যানের অভিযোগ। ওই সমস্ত অভিযোগ জানাতে এ দিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল গুপ্তের সঙ্গেও দেখা করেন হাওড়ার বামফ্রন্ট প্রার্থী শ্রীদীপ ভট্টাচার্য এবং সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রবীন দেব। বিমানবাবু বলেন, “হাওড়ার নির্বাচন যাতে প্রহসনে পরিণত না হয়, তার জন্য মুখ্য নির্বাচন কমিশনারের হস্তক্ষেপ চাইতেই চিঠি দিয়েছি।”
|
চুঁচুড়ার খাদিনা মোড়ের একটি লগ্নি সংস্থার অফিস ‘সিল’ করল পুলিশ। বুধবার দুপুরের ঘটনা। খড়দহ ও চুঁচুড়া থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে ওই অফিস থেকে বাজেয়াপ্ত করে নথিপত্র, কম্পিউটার। এ দিন খড়দহেরই বাসিন্দা, ওই সংস্থার এক কর্মীকে পুলিশ গ্রেফতার করে। তাকে সঙ্গে এনেই তল্লাশি চালানো হয় চুঁচুড়ার অফিসে। ওই অফিসের কোনও কর্মী বা আধিকারিক এ নিয়ে কোনও কথা বলতে রাজি হননি।
|
দুই ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে তিন যুবককে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে দাদপুরের গোবিন্দপুর এলাকার একটি পেট্রোল পাম্পের কাছ থেকে শিবশঙ্কর সাহানি, হিরন্ময় কোলে এবং সৈকত সামন্ত নামে ওই তিন জনকে ধরা হয়। ধৃতেরা সিঙ্গুরের অপূর্বপুর এলাকার বাসিন্দা।
|
সম্প্রতি হাওড়ার উলুবেড়িয়ার বীরশিবপুরে সাধারণ হরিসভা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল ‘উৎসব’। বসেছিল মেলা। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। |