|
|
|
|
৪৮ ঘণ্টায় বদলাল কানাডার সেরা সুন্দরী
নিজস্ব প্রতিবেদন |
ঠিক দু’দিন। তার মধ্যেই হাতছাড়া হয়ে গেল সেরা সুন্দরীর শিরোপা।
শনিবার রাতে মিস ইউনিভার্স কানাডা হিসেবে সেরার মুকুট জিতেছিলেন ডেনিস গ্যারিডো। কিন্তু ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই ওই প্রতিযোগিতার আয়োজকেরা নিজেদের ভুল শুধরে জানালেন, গ্যারিডো নন আসলে ওই শিরোপা জিতেছেন রিজা স্যান্টোস। ফল ঘোষণার রাতে দ্বিতীয় স্থানাধিকারী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়েছিল। আর গ্যারিডো? সেরা তিনের মধ্যেও স্থান পাননি। তিনি হয়েছেন চতুর্থ।
আয়োজকদের তরফে জানানো হয়েছে, বিচারকদের হাতে লেখা নম্বর কম্পিউটারে তুলতে গিয়ে ভুল করেন টাইপিস্ট। আর তাতেই গোলমাল। পর দিন ফলাফল মেলাতে গিয়ে এই ভুল নজরে পড়ে। তার জন্য নিঃশর্ত ক্ষমাও চেয়ে নিয়েছেন অনুষ্ঠানটির প্রধান আয়োজক ডেনিস ডাভিলা। পর দিন তিনি নিজেই ব্যক্তিগত ভাবে ফোন করেন দুই প্রতিযোগীকে। এক জনকে স্বপ্ন পূরণের এবং অন্য জনকে স্বপ্ন ভাঙার খবর দেন।
খোদ ডেনিস ডাভিলার কাছ থেকে এমন খবর পেয়ে প্রথমে হতভম্ব হয়ে যান স্ট্যান্টোস। এমনটাও যে হতে পারে তা বিশ্বাসই করতে পারছিলেন না। তাঁর সরল স্বীকারোক্তি, “শেষ প্রশ্নোত্তর পর্বের পর বেশ আত্মবিশ্বাসী ছিলাম যে ভাল ফল করব। তবে মিস ইউনিভার্স কানাডা হব ভাবিনি। আয়োজকেরা নিজের ভুল স্বীকার করে নিয়েছেন এটাই বড় কথা। এক রাতের ব্যবধানে ভেঙে যাওয়া স্বপ্ন এ ভাবে জোড়া লাগবে কখনও ভাবিনি।” আর প্রথম থেকে এক ধাক্কায় চার নম্বরে নেমে আসার শোক সামলে গ্যারিডো বললেন, “সেরা সুন্দরী হওয়ার জন্য প্রচুর শুভেচ্ছা পেয়েছি। শিরোপা জেতার পার্টিতেও গিয়েছি। অথচ এগুলো কিছুই আমার জন্য ছিল না।” |
|
|
|
|
|