চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে বাঁকুড়ার খাতড়া পুলিশ লাইনের এক এএসআইয়ের বিরুদ্ধে। মঙ্গলবার আসানসোলের বাসিন্দা প্রদীপ দাস ও ইসমাইলের বাসিন্দা স্বরূপ ভৌমিক রানিগঞ্জ থানায় দিলীপ পাণ্ডে নামে ওই এএসআই এবং সুপ্রীতি সরকার নামে আরেকজনের নামে অভিযোগ দায়ের করেন। অভিযোগ, রেলে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ২০১২ সালের ২৪ মার্চ তাঁদের দু’জনের কাছ থেকে দিলীপবাবুরা ৪০ হাজার করে টাকা নেন। পরে দু’দফায় আরও ৬০ হাজার করে টাকা নেন। এভাবে দু’জনের কাছ থেকে মোট ৩ লক্ষ ২০ হাজার টাকা নেওয়ার পরে তাঁরা আর কোনও ফোন ধরছেন না বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দিলীপ পাণ্ডে এবং সুপ্রীতি সরকার রানিগঞ্জের অশোকপল্লির বাসিন্দা। দু’জনেই পলাতক। বাঁকুড়া পুলিশ লাইনে যোগাযোগ করে জানা গিয়েছে, দিলীপবাবু ছুটিতে বাড়ি এসেছেন। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার অজয় নন্দ বলেন, “প্রতারণার মামলা দায়ের হয়েছে। দু’জনকেই গ্রেফতার করা হবে।” এ দিন ফোনে যোগাযোগ করা হলে দিলীপ পাণ্ডে বলেন, “আমরা যা বলার আদালতেই বলব।”
|
এক যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে কুলটি থানার বিএনআর এলাকায় দেহটি মেলে। অদূরে একটি মোটরবাইকও দাঁড় করানো অবস্থায় পাওয়া যায়। পুলিশ সেটি থানায় নিয়ে গিয়েছে। তবে এখনও মৃতদেহের নাম পরিচয় জানতে পারেনি পুলিশ। তদন্ত শুরু হয়েছে।
|
বৃহস্পতিবার দুর্গাপুরের এমএএমসি টাউনশিপ মডার্ন হাইস্কুলে কম্পিউটার ল্যাবরেটরির উদ্বোধন করেন আসানসোল-দুর্গাপুর উন্নয়ন নিগমের (এডিডিএ) চেয়ারম্যান নিখিল বন্দ্যোপাধ্যায়। এডিডিএ সূত্রের খবর, স্কুল কর্তৃপক্ষ ২০টি কম্পিউটার চাইলেও ১৫টি বরাদ্দ করেছে।
|
টিউশন সেরে ফেরার পথে মৃত্যু হল এক গৃহশিক্ষকের। বুধবার সন্ধ্যায় মেমারি থানার সুলতানপুর মোড়ে লরির ধাক্কায় মৃত্যু হয়েছে মুন্সি নূরে আলম রাব্বি (৪৭) নামে ওই ব্যক্তির। |