ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া তিন জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম গোরাচাঁদ তন্তুবায়, সুনীল মাহাতো ও সুমিত মাহাতো ওরফে গাকিয়া। তাদের বাড়ি পুরুলিয়ার বাঘমুণ্ডি থানা এলাকারই টিকরটাঁড় ও বাড়েরিয়া গ্রামে। পুলিশের দাবি, সোমবার রাতে তাদের অযোধ্যা পাহাড়ের নীচে লহরিয়া শিবমন্দির এলাকা থেকে ধরা হয়। তাদের কাছ থেকে কিছু ধারাল অস্ত্র মিলেছে। ডাকাতির উদ্দেশ্যে তারা জড়ো হয়েছিল। তিন জন ধরা পড়লেও আরও কয়েকজন পালিয়ে গিয়েছে। ধৃতদের ১৪ দিন জেলহাজত হয়।
|
বাসিন্দাদের বাধায় আটকে যাওয়া পানীয় জলের পাইপ বসানোর কাজ আজ বৃহস্পতিবার শুরু করতে চলেছে পিএইচই দফতর। নিম্মমানের সরঞ্জাম ব্যবহারের অভিযোগে দিন কয়েক ওই কাজ বন্ধ করে দেওয়া হয়। পিএইচই-র পুরুলিয়ার এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবজিৎ কুণ্ডু বলেন, “আপত্তি তোলা বাসিন্দাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তাঁদের সহযোগিতায় বৃহস্পতিবার থেকে কাজ শুরু করা হবে।” |