পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র জমা নেওয়া শুরু হবে আগামী সোমবার থেকে। এ কাজে জড়িত সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে বুধবার জেলা ও মহকুমা স্তরে কর্মশালা অনুষ্ঠিত হয়। মনোনয়নপত্র জমাকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের জেলা আধিকারিক দীননারায়ণ ঘোষ বলেন, “জেলায় ৪৯১০টি বুথের জন্য সোমবার থেকে মনোনয়নপত্র জমা নেওয়া হবে। গ্রামপঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি স্তরে রিটার্নিং অফিসার হিসেবে বিডিও আর জেলা পরিষদের ক্ষেত্রে রিটার্নিং অফিসার হিসেবে থাকবেন এসডিও। সেই সঙ্গে সরাসরি মনোনয়নপত্র জমা নেওয়ার কাজে থাকবেন সহকারী পঞ্চায়েত রিটার্নিং অফিসার।”
এ দিন বিডিও এবং সহকারী রিটার্নিং অফিসারদের নিয়ে জেলা স্তরে কর্মশালা হয়। কর্মশালা চলেছে লালবাগ মহকুমাশাসকের কার্যালয়েও। এ ছাড়াও বিভিন্ন ব্লক কার্যালয়েও মনোনয়ন নিয়ে কর্মশালা হয়। বহরমপুরের বিডিও কৃষ্ণেন্দু মণ্ডল বলেন, “মনোনয়নের কাজে জড়িতদের নিয়ে এ দিন ব্লক কার্যালয়ে কর্মশালা হয়েছে।” কান্দিতে মহকুমা শাসকের কার্যালয়ে মঙ্গলবার কর্মশালা হয়। এসডিও দীপাঞ্জন ভট্টাচার্য বলেন, “মনোনয়নপত্র জমা নেওয়ার কাজে জড়িতদের নিয়ে এ দিন কর্মশালা হয়।” গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির জন্য ব্লক কার্যালয়ে এবং জেলা পরিষদের জন্য মহকুমাশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা নেওয়া হবে। মনোনয়নপত্র জমা নেওয়ার দিনে ব্লক বা মহকুমা কার্যালয়ে
ঢোকার মুখে কড়া পুলিশি নিরাপত্তা থাকবে। |