ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন রীতেশের
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
দশ ফুট বাই বারো ফুটের এক কামরা ঘর। তার মধ্যেই বাবা-মা-ভাইয়ের সঙ্গেই বাস তার। সেখান থেকেই এ বছর মাধ্যমিক পরীক্ষায় ৫৩২ নম্বর পেয়েছে কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ের ছাত্র রীতেশ দাস।
|
রীতেশ দাস। |
তার বাবা রূপক দাস কান্দি মহকুমা হাসপাতালের জেলা পরিষদের বিশ্রামাগারের বাইরে বারান্দায় চায়ের দোকান চালান। কিন্তু তাতেও সংসার না চলায় ৮০০ টাকা বেতনে রাত পাহারার কাজ করেন। ছোট ছেলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। চার জনের সংসারে রূপকবাবুই একমাত্র রোজগেরে। সংসারে নুন আড়তে পান্তা ফুরোয়। সেখানে ছেলেদের খরচ জোগাড় করতে রীতিমতো হিমশিম খেতে হয় তাঁকে। ৫৩২ নম্বর পেয়ে রীতেশের আক্ষেপ, “আরও একটু বেশি নম্বরের আশা করেছিলাম। কিন্তু হল না।” সে আরও জানায়, “বিজ্ঞান নিয়ে পড়ে আমি ইঞ্জিনিয়ার হতে চাই।” ছেলের ফলে আনন্দিত বাবা বলেন, “আমার সংসারে অভাব রয়েছে। কিন্তু ছেলেদের পড়া বন্ধ করতে আমি পারব না। খরচ জোগাড়ের চেষ্টা করব। তবে কেউ যদি সহযোগিতার হাত বাড়ান খুব সুবিধা হয়।” রীতেশের মা নীলাদেবী বলেন, “ছেলের রেজাল্টে আমি খুশি। ছেলে আরও পড়াশোনা করুক এটাই আমি চাই।” রূপকবাবু বলেন, “ছেলের পড়ায় যাতে ব্যাঘাত না হয় তার জন্য আমি সাধ্যমতো চেষ্টা করব।”
|
বিল নিয়ে সংঘর্ষে ধৃত ৪
নিজস্ব সংবাদদাতা • করিমপুর |
তেহট্রের সরডাঙা বিলে মাছ ধরার কেন্দ্রে ঝামেলায় পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। বুধবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের নাম রুদ্রদেব হালদার, প্রতাপ হালদার, সুবীর হালদার ও সাধন হালদার। সকলেই সরডাঙা এলাকার বাসিন্দা। মঙ্গলবার সরডাঙা বিলে মাছ ধরাকে কেন্দ্র করে ছ’জন তৃণমূল সমর্থক জখম হন বলে অভিযোগ। তাঁদের শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। বুধবার জখম ২ জনকে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
|
দুধে ভেজাল, ধৃত
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
দুধে ভেজাল মেশানোর অভিযোগে পুলিশ ছয়জন দুধ ব্যবসায়ীকে গ্রেফতার করল ডোমকল থানার পুলিশ। বুধবার ডোমকল থানার ভাতশালা এলাকার ঘটনা। ডোমকলের এসডিপিও দেবর্ষি দত্ত বলেন, “ঘটনাস্থল থেকে দুধের ভেজাল মেশানোর সরঞ্জাম ও রাসায়নিক দ্রব্য উদ্ধার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ওই চক্রে জড়িতদের খোঁজ করা হচ্ছে।”
|
ট্রেনের ধাক্কায় মৃত্যু
নিজস্ব প্রতিবেদন |
ট্রেনের ধাক্কায় সুবর্ণা মণ্ডল (৩৩) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। বাড়ি ফরাক্কার খয়রা-কান্দি গ্রামে। বুধবার ফরাক্কা স্টেশনের কাছে রেল পুলিশ তাঁর দেহ উদ্ধার করে। অন্য দিকে মঙ্গলবার রাতে নামতে গিয়ে ট্রেনে কাটা হাসান হাবিব (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রেজিনগরে ওমরপুরের বাসিন্দা ওই যুবকের দেহ উদ্ধার হয় রেজিনগর স্টেশন থেকে।
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
বাড়ির সামনে খেলা করার সময় গরুর গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই সোমনাথ মার্ডি (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সাগরদিঘির বহিলাপাড়া এলাকার ঘটনা।
|
ট্রেনের ধাক্কায় সুবর্ণা মণ্ডল (৩৩) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। বাড়ি ফরাক্কার খয়রা-কান্দি গ্রামে। বুধবার সকালে ফরাক্কা স্টেশনের আউটার সিগন্যালের কাছে রেল পুলিশ তাঁর দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রাতে লাইন পেরেনোর সময় এই বিপত্তি।
|
বাড়ির পাশের মোবাইল টাওয়ার থেকে বুধবার সকালে সুবীর পাণ্ডে (৩১) নামে এক যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। বাড়ি সামশেরগঞ্জের মালঞ্চ গ্রামে। |