|
|
|
|
প্রার্থী ঠিক করতে বেগ পেতে হচ্ছে তৃণমূলকেই
|
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মনোনয়ন জমা দেওয়া শুরু হয়ে গেল। এখনও প্রার্থী তালিকা ঠিক করতে পারল না শাসক দল তৃণমূল। গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি স্তরে কিছুটা সহমত তৈরি হলেও জেলা পরিষদের ক্ষেত্রে এখনও জটিলতা চলছে পশ্চিম মেদিনীপুরে।
দলীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার জেলাস্তর থেকে রাজ্য নেতৃত্বের কাছে জেলা পরিষদের প্রার্থী তালিকা পাঠানো হবে। সেখানে হাতে গোনা ২-৪ জন প্রার্থী সহমতের ভিত্তিতে ঠিক করা গেলেও বেশিরভাগ আসনেই একাধিক নাম পাঠানো হচ্ছে। মহিলা সংরক্ষিত জেলা পরিষদের সভাধিপতি হিসাবে কাকে তুলে ধরা হবে তা নিয়েও ধন্দ রয়েছে দলে।
জেলা পরিষদের ৬৭টি আসনের জন্য কত জনের নাম পাঠানো হচ্ছে?
এক জেলা নেতার কথায়, “৪-৫টি পঞ্চায়েত সমিতি এলাকার প্রার্থী নিয়ে সমস্যা নেই। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যেখানে ২টি বা ৩টি আসন রয়েছে সেখানে ৪-৫ জনের নাম থাকছে। এ বার রাজ্য যা সিদ্ধান্ত নেবে তা-ই মানতে হবে।” রাজ্য থেকে সিদ্ধান্ত জানানোর পরেই জেলা পরিষদের প্রার্থীরা মনোনয়ন জমা দেবেন।
পশ্চিম মেদিনীপুর জেলায় মোট ৪৭০১টি আসন রয়েছে। ২৯০টি গ্রাম পঞ্চায়েতে ৩৮৪৬টি, পঞ্চায়েত সমিতিতে ৭৯৮টি ও জেলা পরিষদে ৬৭টি। রাজ্যের মতো জেলাতেও একদিকে মুকুল রায় গোষ্ঠী ও অন্য দিকে শুভেন্দু অধিকারীর গোষ্ঠীর লোকেরা আসন পাওয়ার জন্য লড়াই করছেন। আবার জেলা স্তরে বিভিন্ন নেতার গোষ্ঠীও রয়েছে। গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত স্তরেও একই। সব মিলিয়ে আর কিছুতেই সহমত হচ্ছে না। তাই মনোনয়নের প্রথম দিনে তেমন সাড়াই মেলেনি শাসক গোষ্ঠীর। খড়্গপুর-২ ব্লকে ১২৯টি গ্রাম পঞ্চায়েতের আসনের মধ্যে মাত্র ৪টি আসনে মনোনয়ন জমা দিয়েছে তৃণমূল। পিংলাতে আবার ১টি মনোনয়ন জমা দিয়েছে। যদিও খড়্গপুর গ্রামীণ এলাকার তৃণমূল নেতা অজিত মাইতির দাবি, “প্রার্থী নিয়ে কোনও সমস্যা নেই। সহমতের ভিত্তিতেই প্রার্থী তালিকা হয়েছে। ধীরে ধীরে সকলেই মনোনয়ন জমা দেবে।” পিংলার ব্লক সভাপতি গৌতম জানার কথায়, “প্রথম দিন বলে প্রতীকী ভাবে একজন মনোনয়ন জমা দিয়েছেন। শুক্রবারের মধ্যেই সবাই জমা দিয়ে দেবেন।” জেলা তৃণমূলের চেয়ারম্যান মৃগেন মাইতির বক্তব্য, “বেশিরভাগ ক্ষেত্রেই প্রার্থী ঠিক হয়ে গিয়েছে। যে কয়েকটি ক্ষেত্রে সামান্য জটিলতা রয়েছে তা দু’একদিনের মধ্যেই মিটে যাবে। কারণ, দলের কড়া নির্দেশ রয়েছে, সকলকে নির্বাচনে এক যোগে ঝাঁপিয়ে পড়তে হবে।” |
|
|
|
|
|