যুদ্ধ শুরু হয়ে গিয়েছে মাঠে নামার আগেই। দল গোছানোর যুদ্ধ। আর এই আগুনে এখন সবথেকে উত্তপ্ত স্প্যানিশ ফুটবলের আকাশ। বার্সেলোনার নেইমার-মেসি জোটকে চ্যালেঞ্জ জানাতে রিয়াল মাদ্রিদ কোমর বেঁধে লেগে পড়েছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ইংল্যান্ড যাত্রা নিয়ে জল্পনা রিয়াল প্রেসিডেন্ট ফিওরেন্তিনো পেরেজ থামিয়ে দিয়েছেন। বরং আসন্ন মরসুমে সিআর সেভেনের নতুন জুটির খোঁজে ইংল্যান্ড থেকে গ্যারেথ বেলকে উড়িয়ে আনার জল্পনা আকাশছোঁয়া। এই জল্পনা আরও উস্কে দিয়েছেন পেশাদার ফুটবলার সংস্থার এ বারের বর্ষসেরা ফুটবলারের এজেন্ট।
মার্কা টিভি-তে বেলকে নেইমারের থেকেও ভাল ফুটবলার দাবি করে বেলের এজেন্ট জোনাথন বার্নেট বলেছেন, “রিয়াল প্রেসিডেন্ট বেলের উপর আগ্রহ দেখালে সেটা আমাদের কাছে দারুণ সম্মানের বিষয়। অনেক ক্লাবই বেলকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে। জানি না রিয়াল কোনও বিড করেছে কি না। এ ছাড়া কিছু বলতে পারছি না, কারণ এখনও বেলের সঙ্গে টটেনহ্যামের তিন বছরের চুক্তি বাকি রয়েছে।”
|
তারকাদের পিছনে তারকা ক্লাব |
• বার্সেলোনার মেসি-নেইমার জুটির জবাবে রিয়াল মাদ্রিদ মরিয়া রোনাল্ডো-বেল জুটি গড়তে।
• ইউরোপা লিগে কোয়ালিফাই করায় টটেনহ্যাম হটস্পার বড় দল গড়ার লক্ষ্যে বার্সার দাভিড ভিয়াকে
১০ মিলিয়ন পাউন্ড দিয়ে নিতে পারে। লন্ডন অলিম্পিকের সর্বোচ্চ স্কোরার ব্রাজিলীয় ফরোয়ার্ড
দামিয়াও-কেও সই করাতে ঝাঁপিয়েছে টটেনহ্যাম।
• তেভেজ নিয়ে হয়তো আগ্রহ হারিয়ে ফেলছে ম্যাঞ্চেস্টার সিটি। সতীর্থ আর্জেন্তিনীয় আগেরোর
সঙ্গে ম্যান সিটি ২০১৭ পর্যন্ত নতুন চুক্তি করলেও তেভেজের সঙ্গে এখনও কথাই বলেনি।
মোনাকো বা প্যারিস সাঁ জাঁ-তে পরের মরসুমে দেখা যেতে পারে তেভেজকে। |
|
|
|
|
|
আলোচনার কেন্দ্রে: বেল-ভিয়া-আগেরো-তেভেজ। |
|
টটেনহ্যামও হাত গুটিয়ে বসে নেই। বার্সেলোনার দাভিদ ভিয়াকে ‘হোয়াইট হার্ট লেন’-এ আনার মিশন প্রেসিডেন্ট ড্যানিয়েল লেভি নিজেই শেষ করতে চান। ভিয়াও নিয়মিত প্রথম একাদশে সুযোগ পাচ্ছেন না বলে স্পারের ১০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাবেও রাজি হয়ে যেতে পারেন। ইন্টার মিলান থেকে ব্রাজিলীয় দামিয়াও-কে সই করাতেও মরিয়া হটস্পার। লন্ডন অলিম্পিকের সর্বোচ্চ স্কোরারের জন্য ১৬ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছেন লেভি।
দলবদলের আকাশে আবার ক্রমশ ফিকে হতে শুরু করা তারকাদের মধ্যে ঢুকে পড়েছেন কার্লোস তেভেজ। আর্জেন্তিনীয় ফুটবলারের ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে আর এক বছর চুক্তি বাকি রয়েছে। এখনও ২৯ বছর বয়সি জানেন না সিটি সতীর্থ সের্জিও আগেরোর মতো তাঁকেও নতুন করে চুক্তির প্রস্তাব দেবে কি না। নতুন চুক্তিতে ২০১৭ পর্যন্ত সিটির ফুটবলার আগেরো। নতুন চুক্তি না হলে তেভেজ প্যারিস সাঁ জাঁ বা মোনাকোতে যেতে আগ্রহী। তেভেজ নিজে অবশ্য সিটিতেই থাকতে চান। “গত মরসুমের মতো পরিস্থিতি এখন নেই। আমি তখন যত দ্রুত সম্ভব সিটি ছাড়তে চেয়েছিলাম। ক্লাব খুব ভাল ভাবে রেখেছে আমায়। এখন সেটাই আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। পিএসজি-ও আগ্রহ দেখিয়েছে। তবে এখনও কোনও চুক্তি হয়নি,” বললেন তেভেজ। গত মরসুমে বিতর্কে বার বার জড়িয়ে পড়া তেভেজকে শেষ পর্যন্ত সিটি আরও একটা সুগোগ দেবে কি না এখন সেটাই দেখার। |