নভজ্যোৎ সিংহ সিধু আর লক্ষ্মীরতন শুক্ল-র মিল কোথায়? ক্রিকেটীয় রাস্তায় হাঁটলে কিন্তু উত্তরটা পাবেন না। ভারতীয় ক্রিকেটের দুই ভিন্ন প্রজন্মের এই দুই প্লেয়ারের মধ্যে অভিনব যোগসূত্র তৈরি করে দিচ্ছে বিগ বস!
সব কিছু ঠিকঠাক চললে ভারতের সবচেয়ে বড় রিয়্যালিটি শো-র বাংলা অবতারে দেখা যেতে পারে বাংলার অধিনায়ক লক্ষ্মীকে। আর শেষ পর্যন্ত তিনি রাজি হলে সিধুর পরে লক্ষ্মীই হবেন এই শো-এ অংশ নেওয়া দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার। গত বছর বিগ বস-এ অংশ নিয়েছিলেন সিধু। যদিও রাজনৈতিক কাজের জন্য দিন কয়েকের মধ্যে বিজেপি সাংসদ সিধু নিজেই নিজের নাম তুলে নেন।
সলমন খান, সঞ্জয় দত্ত-র মতো মহাতারকাদের বিগ বস-এর অ্যাঙ্কর হিসেবে দেখা গিয়েছে। আগামী জুন থেকে শুরু বাংলা শো-এর পরিচালনার দায়িত্বে যে থাকবেন আর এক মহাতারকা মিঠুন চক্রবর্তী, সেটা দিন কুড়ি আগেই ঠিক হয়ে গিয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে টলিউডের অভিনেতা হিরণের নাম উঠে এসেছে। আমন্ত্রণ জানানো হয়েছে লক্ষ্মীকেও। এমনকী শোনা যাচ্ছে, গ্রেগ চ্যাপেলকেও বাংলা বিগ বস-এ শো-এ আনার চেষ্টা করা হচ্ছে। “বিগ বসের আয়োজকদের সঙ্গে আমার কথাবার্তা চলছে। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি। আমি ভাবনাচিন্তা করছি,” বুধবার বলছিলেন লক্ষ্মী। অভিনব ফর্ম্যাটের এই রিয়্যালিটি শো-র জনপ্রিয়তার অন্যতম কারণ, এর মাধ্যমে তারকাদের রাগ-অনুরাগ, হাসি-বেদনা-আবেগ অনেক কাছ থেকে দেখতে পাওয়ার সুযোগ পান দর্শকেরা। প্রায় তিন মাস একই বাড়িতে একসঙ্গে থাকেন এক ডজন বড়-মাঝারি-ছোট তারকা। আর এখানেই সমস্যা লক্ষ্মীর। মানে, শো-এর দৈর্ঘ্য নিয়ে। “আমার রিহ্যাব চলছে এখন। রোজ ভোরবেলা টানা দু’তিন ঘণ্টা ট্রেনিং করছি। এই অবস্থায় শো-এর জন্য টানা তিন মাস সময় দেওয়া আমার পক্ষে একটু কঠিন। তবে এখনও হ্যাঁ বা না কিছু বলিনি,” ব্যাখ্যা কেকেআরের অলরাউন্ডারের। প্রসঙ্গত, হাঁটুর চোটের জন্য আইপিএল সিক্সের মাঝামাঝি টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন লক্ষ্মী। অস্ত্রোপচার করাতে না হলেও পুরো সুস্থ হতে অন্তত তিন মাস লেগে যাবে। |