টুকরো খবর
বায়ার্ন হারাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে
ফার্গুসন আগে খবরটা আঁচ করলে ওয়েম্বলি স্টেডিয়ামে হাসিমুখে সেরা ফুটবলারের খেতাব দিতে পারতেন তো রবেনকে? সদ্য শেষ হওয়া মরসুমে চ্যাম্পিয়ন্স লিগ আর বুন্দেশলিগা খেতাব বায়ার্ন মিউনিখকে শুধু ইউরোপিয়ান ক্লাব ফুটবলে এক নম্বরের আসনেই বসায়নি। বিশ্বের সবথেকে দামি ব্র্যান্ডের খেতাবও রবেনরা চ্যাম্পিয়ন হয়ে ছিনিয়ে নিয়েছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের থেকে। সদ্য প্রকাশিত ব্র্যান্ড ফুটবল তালিকায় ৯ শতাংশ দাম বেড়ে বায়ার্ন দু’নম্বর থেকে এখন এক। দু’নম্বরে নেমে গিয়েছে স্যার অ্যালেক্সের প্রাক্তন ক্লাব। বায়ার্নের ব্র্যান্ড ভ্যালু বেড়ে হয়েছে ৮৬০ মিলিয়ন ডলার। ম্যান ইউয়ের থেকে ২৩ মিলিয়ন ডলার বেশি। তৃতীয় রিয়াল মাদ্রিদ (৬২১ মিলিয়ন ডলার) আর চতুর্থ বার্সেলোনা (৫৭২ মিলিয়ন ডলার)।

কনফেডের আগেই বড় বিপত্তি
এরিনা ফন্টে
২০১৪ ফুটবল বিশ্বকাপের আয়োজকরা মহড়া টুর্নামেন্টেই বিপত্তিতে পড়ল। ১৫ জুন থেকে কনফেডারেশন কাপ ব্রাজিলের যে ক’টি স্টেডিয়ামে শুরু হবে, তার অন্যতম এরিনা ফন্টে নোভা-র ছাদের একাংশ খসে পড়ল প্রবল বৃষ্টিতে। স্টেডিয়ামের ৩৬টি প্যানেলের মধ্যে একটি ভেঙে পড়ায় বিরাট ফাঁক তৈরি হয়েছে ছাদে। আয়োজকদের স্বীকারোক্তি, প্যানেলটি তৈরির সময়ই ত্রুটি ছিল। যে কারণে বৃষ্টির জল জমে যাওয়ায় এই বিপত্তি ঘটে। তবে কনফেড কাপ শুরু হওয়ার আগেই ভাঙা অংশটি মেরামত করে ফেলতে কোনও সমস্যা হবে না বলে দাবি আয়োজকদের।

মুখ খুললেন আম্পায়ার রউফ
তাঁর বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ ওঠার পর প্রথম মুখ খুললেন আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নির্বাসিত পাকিস্তানের আম্পায়ার আসাদ রউফ। দাবি করলেন, আইসিসির দুর্নীতিদমন শাখা ও সুরক্ষা ইউনিটের মুখোমুখি হতে তাঁর কোনও আপত্তি নেই। “অর্থ, উপহার, স্পট ফিক্সিং, ম্যাচ গড়াপেটা কখনই আমার লক্ষ্য ছিল না। আমার জীবনে এই সব বিষয়ের কোনও স্থান নেই। আইসিসির তদন্ত কমিটির মুখোমুখি হতেও তাই আমার আপত্তি নেই। যা জানতে চাইবে সব প্রশ্নের উত্তর দেব,” বলেন তিনি।

এ বার আসরে শ্রীলঙ্কা বোর্ড
ম্যাচ গড়াপেটার জাল যত বিস্তৃত হচ্ছে, ততই উঠে আসছে নতুন তথ্য। বেনামী ভারতীয় বুকিরা শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের মালিক এই অভিযোগ ওঠায় আসরে নামল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সচিব বলেন, “এমন কোনও পরিস্থিতি তৈরি হয়েছে বলে আমাদের জানা নেই। তবে শ্রীলঙ্কা ক্রিকেট সম্পর্কে এটুকু বলতে পারি, দুর্নীতি এবং ডোপিং নিয়ে আমরা প্রচণ্ড কড়া। এই নিয়ে আরও তথ্যের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। যখন প্রয়োজন হবে আমরা নিশ্চিত ভাবে পদক্ষেপ নেব। ভারতীয় পুলিশকেও সাহায্য করতে রাজি আমরা।”

গ্রেম স্মিথ ছ’মাস মাঠের বাইরে
গোড়ালির চোটে চার থেকে ছ’মাসের জন্য মাঠের বাইরে চলে যেতে বসেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রেম স্মিথ। ফলে চলতি বছরের শেষের দিকে ঘরের মাঠে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজেও অনিশ্চিত হয়ে উঠতে পারেন তিনি। দক্ষিণ আফ্রিকা মিডিয়ার খবর, অস্ত্রোপচার হওয়ার পর মাঠে ফিরতে স্মিথের কত দিন লাগবে এখনই বলা যাচ্ছে না। ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফি এবং জুলাইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন স্মিথ।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.