|
|
|
|
ভিনরাজ্যে শিশু পাচারের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
ঝাড়খণ্ডের বিভিন্ন জেলা থেকে গত পাঁচ মাসে প্রায় ১৮০ জন বালক, বালিকাকে ‘পাচার’ করা হয়েছে বলে অভিযোগ উঠল। আজ রাঁচিতে সোশ্যাল ডেভেলপমেন্ট সেন্টারে শিশু পাচার বিরোধী এক সম্মেলনে এমনই অভিযোগ ওঠে।
লাতেহার, খুঁটির মতো রাজ্যের প্রত্যন্ত এলাকা থেকে সম্মেলনে যোগ দিতে আসা অভিভাবকরা জানান, ভিন্রাজ্যে কাজ পাইয়ে দেওয়ার ‘প্রতিশ্রুতি’ দিয়ে তাঁদের ছেলেমেয়েদের নিয়ে যাওয়া হয়। কিন্তু পরে সে সব বাচ্চাদের কোনও খোঁজ মেলে না। পুলিশের একাংশ ওই চক্রে জড়িত বলেও অভিযোগ ওঠে। কয়েকজন অভিভাবক জানান, সে জন্য
তাঁরা থানায় ‘নিখোঁজ ডায়েরি’ করতেও ভয় পান।
সম্মেলনে উপস্থিত রাজ্য পুলিশের আইজি (সিআইডি) অনুরাগ গুপ্ত দ্রুত এ নিয়ে পদক্ষেপ করার আশ্বাস দেন। একইসঙ্গে তিনি ওই অভিভাবকদের অভিযোগ নিতেও নির্দেশ দেন। তার জেরে এ দিন প্রায় ২০ জন অভিভাবকের লিখিত অভিযোগ নেয় পুলিশ। পুলিশকর্তা আরও জানিয়ে দেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে এ ভাবে শিশু ‘পাচারের’ অভিযোগের তদন্তে বিশেষভাবে একজন অফিসারকে নিয়োগ করা হবে।
সম্মেলনের আয়োজক সংস্থার তরফে অভিজিৎ মুখোপাধ্যায় জানান, দিল্লিতে এ ভাবে অনেক শিশুকেই পাচার করা হয়েছে। উত্তর প্রদেশ, হরিয়ানা এমনকী পশ্চিমবঙ্গেও এ রাজ্য থেকে বাচ্চাদের পাচার করা হয়। মূলত শিশু শ্রমিকের কাজই করানো হয় তাদের দিয়ে। রাজ্য মহিলা কমিশনের সদস্য বাসবী কিরো অভিযোগ করেন, “দিল্লিতে কয়েকটি সংস্থা শিশু শ্রমিক সরবরাহের ব্যবসা করে। দালালের মাধ্যমে ওই সংস্থাগুলিই ঝাড়খণ্ডের মতো রাজ্য থেকে মানব-পাচার করছে। পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না।” |
|
|
|
|
|